ক্রীড়া প্রতিবেদক :

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের প্রথম পর্বে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হয়ে সুপার সিক্স নিশ্চিত করা শেখ জামাল ধানমন্ডি ক্লাব জয়ের ধারা অব্যাহত রেখেছে। সুপার লীগের খেলা আজ তিন ভেন্যুতেে এক সঙ্গে শুরু করেছে সিসিডিএম। শেখ জামাল নিজেদের এগিয়ে রাখলেও আবাহনী পারেনি।

লীগ চ্যাম্পিয়নশীপের লড়াইটা মুলত গত বারের চ্যাম্পিয়ন আবানী বার শেখ জামালের মধ্যে। কিন্ত মজার বিষয় হচ্ছে তিন বারের চ্যাম্পিয়ন আবাহনীর সাথে শেখ জামালের পয়েন্টের পার্থক্য ৬! যা সুপার লীগে ফিলআপ করা আবাহনীর পক্ষে আপাতত দৃষ্টিতে সম্ভব নয়।

এটাও ঠিক যে, পয়েন্ট টেবিলে শেখ জামাল শীর্ষ দল আর আবাহনী ৩ নম্বর দল হওয়াতে এবার আসর জমে উঠেছে। সুপার লীগে মাত্র ৩ ম্যাচে জয় পেলেই শেখ জামালের চ্যা্ম্পিয়নশপি নিশ্চিত। সে টার্গেট ঠিক রাখতে আজ সাভারের ৩ নম্বর গ্রাউন্ডে শেখ জামলে আগে ব্যাট করে ৫০ ওভারে জমা করে ২৭১/৫, জবাব দিতে নেমে পয়েন্ট টেবিল ৬ নম্বর দল গাজী গ্রুপ মাত্র ১৯৯ রানে ৪৩.৫ ওভারে অলআউট! ৭২ রানে জয় তুলে নেয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ১১ ম্যাচে ১০ জয়ে ২০ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে।

অপর দিকে মিরপুরের উইকেটে ১ম পর্বে  ৪ নম্বরে থাকা প্রাইম ব্যাংক জ্বলে উঠেছে। ৩ নম্বরে থাকা আবানীকে ১৪২ রানের বড় ব্যবধানে হারিয়ে লজ্জায় ডুবিয়েছে প্রাইম ব্যাংক।আগে ব্যাট করা প্রাইম ব্যাংক ৯ উইকেটে ২৭৩ রান সংগ্রহ করে। জবাবে তিন বারের চ্যাম্পিয়ন আবাহনী ৩২.৪ ওভারে ১৩১ রানে অলআউট! ১১ ম্যাচে ৭ জয় দিয়ে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আবাহনী পয়েন্ট টেবিলে ৪ নম্বরে নেমে গেছে আবাহনী।

আর মাশরাফির লিজেন্ড অব রুপগঞ্জ সাভারে ৪ নম্বর গ্রাউন্ডে ৫৫ রানে রুপগঞ্জ টাইগার ক্রিকেট ক্লাবকে হারিয়ে নিজেদের দ্বিতীয় স্থান অটুট রেখেছে। ১১ ম্যাচে এটা ৮ম জয়, পয়েন্ট ১৬।

এখন চ্যাম্পিয়ন হওয়াটা আবাহনীর জন্য আরো কঠিন কাজ হয়ে পড়েছে। সুপার লীগের শেষ ৪ ম্যাচে আবাহনী বাধ্যতা মুলক ভাবেই জয় পেতে হবে। শুধু জয় পেলেই জবে না। তাঁকিয়ে থাকতে হবে শেখ জামাল যেন কমপক্ষে তিনটি ম্যাচে হার হজম করে। তাহলেই হয়তো শেখ জামালকে আটকে দিয়ে আবাহনী চ্যাম্পিয়নশীপের ধারাটা বজায় রাখতে পারবে।