গুঞ্জন ছিল চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়বেন লিওনেল মেসি। তবে এই ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি ফরাসি ক্লাবটির। অবশেষে মেসির ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করলেন পিএসজি কোচ ক্রিস্টোফে গালতিয়ের।

বৃহস্পতিবার এক বিবৃতিতে মেসির ক্লাব ছাড়ার খবর নিশ্চিত করে পিএসজি কোচ বলেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সুযোগ হয়েছে আমার। ক্লারমন্তের বিপক্ষে পার্ক দ্য প্রিন্সেসে অনুষ্ঠিতব্য ম্যাচটিই হতে যাচ্ছে মেসির শেষ ম্যাচ।

শনিবার দিবাগত রাতে চলতি মৌসুমের শেষ ম্যাচে মাঠে নামবে পিএসজি। এই ম্যাচ দিয়ে পিএসজির সঙ্গে সম্পর্কের ইতি টানবেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। বাংলাদেশ সময় রাত ১টায় পার্ক ডে প্রিন্সেসে গড়াবে পিএসজিতে মেসির শেষ ম্যাচটি।

পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৭৪ ম্যাচ খেলেছেন মেসি। ৩৬ বছর বয়সী আর্জেন্টাইন এই মহাতারকা ৩২ গোলের পাশাপাশি করেছেন ৩৫ অ্যাসিস্ট।

এদিকে মেসিকে সাবেক ক্লাব বার্সেলোনায় ফেরাতে সবকিছু করছেন ক্লাবটির কোচ জাভি হার্নান্দেজ। আবার সৌদি প্রো লিগের দল আল হিলালও মেসিকে টানতে বার্ষিক ৬০০ মিলিয়ন বেতনের বড় প্রস্তাব দিয়ে রেখেছে।