মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা ৬ষ্ট পর্যায়ে শীর্ষক প্রকল্পের পাবনা জেলার ২০২৩ শিক্ষা বর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পাবনা শহরের শালগাড়ীয়ায় রাধা গোবিন্দ মন্দিরে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় ৫ জন শ্রেষ্ঠ শিক্ষক এবং ১০ জন শ্রেষ্ট শিক্ষার্থীকে ক্রেষ্ট প্রদান করা হয়।

শ্রেষ্ট ৫ জন শিক্ষক হলো- বেড়া কেন্দ্রিয় হরি মন্দিরের ভাগ্য রানী দাস, ঈশ্বরদীর কর্মকার পাড়ার মাতৃ মন্দিরের ডলি রানী সরকার, পাবনা জয়কালী মন্দিরের বিথী রানী দে, ঈশ^রদী দেবক্রিয়া মন্দিরের রুমা চক্রবর্তী, ভাঙ্গুড়া পাথর ঘাটা দুর্গ মন্দিরের ছবি রানী সরকার।
১০ জন শিক্ষার্থী হলো- প্রান্ত স্যানাল, শ্রেষ্ট সাহা টিপ, প্রিয়সী কুন্ডু, পুজা রানী মহন্ত রোজ, শ্রুতি বিশ^াস, মৌটুসী ধর, আদিত্য ঘোষ, অন্তি রানী কুন্ডু, তির্থ কুমার হালদার, পল্লব দাস।

মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর সহকারী প্রকল্প পরিচালক শ্রী নিরুপম ধর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আই সিটি) মাহফুজা সুলতানা। আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, বাসস ও ভোরের কাগজ প্রতিনিধি রফিকুর ইসলাম সুইট, সহকারী অধ্যাপক কোমল চন্দ্র দাস, রোটারিয়ান প্রভাস চন্দ্র ভদ্র প্রমূখ। অনুষ্টান উপাস্থাপনায় ছিলেন, সুপারভাইজার বাবর আলী।