1বলিউডের অনেক তারকাই যখন ভারতের নির্বাচনী হাওয়ায় গা ভাসিয়েছেন ঠিক তখনই এ নিয়ে হতাশার কথা শোনালেন সোনম কাপুর।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ বাংলা অনলাইন বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, নির্বাচনকে ‘বিরক্তিকর সার্কাস’ বলেছেন সোনম কাপুর। কার জন্য, কিসের জন্য ভোট দেবেন সরাসরি সেই প্রশ্নও তুলছেন এই বলিউড সুন্দরী!

প্রতিবেদনে বলা হয়েছে, লোকসভা নির্বাচন ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। দেশে নয়া সরকারের আশায় অনেকেই বোতাম টেপার অপেক্ষায়। আর ঠিক এই সময়ই চির বিতর্কিত, কিন্তু চির বাস্তব কিছু প্রাসঙ্গিক প্রশ্ন তুললেন অনিল কাপুর তনয়া সোনম।

তিনি বলেন, “কাকে ভোট দেব? কার হয়ে গলা ফাটাব? পুরোটাই একটা বিরক্তিকর সার্কাসে পরিণত হয়েছে। রাজনীতির জগতে নোংরা লড়াই চলছে। এখানে আর বিন্দুমাত্র মর্যাদা অবশিষ্ট নেই।”

এক সাক্ষাৎকারে এমনই চাঁচাছোলা ভাষায় দেশের বর্তমান রাজনীতি ও নির্বাচন প্রক্রিয়াকে আক্রমণ করেছন সোনম।

নির্বাচনের পর দেশে নারীদের সমমর্যাদার জন্য লড়াই ও নিরাপত্তাহীনতার চিত্রটা বদলাবে কিনা- জানতে চাওয়া হলে সোনম বলেন, “নারীদের নিজেদের সচেতন হতে হবে, অধিকার বুঝে নিতে হবে। কেউই তাদের হাতে নিজে থেকে ক্ষমতা তুলে দিতে আসবে না।”

পরিবর্তনের দরকার হলে আগে নিজেদের পরিবর্তিত হতে হবে বলেও মনে করেন টিনসেল টাউনের এই হিরোইন।

জিনিউজ বাংলা জানিয়েছে, এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা ৮১ কোটি ৪০ লাখ। তাদের মধ্যে অনেকেই হয়ত ভাবছেন নির্বাচনের মাধ্যমে দেশে পরিবর্তন আসবে। কিন্তু তাদের সঙ্গে মোটেই একমত নন সোনম। বলিউডে ঠোঁটকাটা হিসেবে সুপ্রসিদ্ধ সোনমের মতে, অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বিচার করলেও দেশের বর্তমান পরিস্থিতি তাকে রাজনীতি সম্পর্কে নিরাশাবাদী করে তুলেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তবে রুপালি পর্দার নয়া প্রজন্মের এই স্টাইল আইকন আশা করেছেন, বেশি সংখ্যক মানুষ নির্বাচনে অংশগ্রহণ করলে হয়ত দেশে খুব ধীরগতিতে হলেও একদিন পরিবর্তন আসবে।