1দৈনিক বার্তা — বাগমারা উপজেলার অডিটোরিয়াম হিসেবে ব্যবহৃত ভবনের অবস্থা অত্যন্ত শোচনীয় ।
৩৩ বছর আগে নির্মিত ভবনটি যে কোন মুহূর্তে  ধসে পড়ার আশংঙ্কা দেখা দিয়েছে। গত তিন বছর আগে ভবনটি পরিত্যাক্ত ঘোষনা করা হলেও কোন বিকল্প ব্যবস্থা করা হয়নি। ফলে চরম ঝুঁকিপূর্ন অবস্থায়  উপজেলা  প্রশাসন ভবনটি এখনও ব্যবহার করছে।প্রায় প্রতিদিন কোন না কোন সভা , সমাবেশ ও প্রশিক্ষন চলাকালে ছাদ খসে পড়ে অহরহ দুর্ঘটনা ঘটছে। এই অবস্থায় স্বয়ং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলী উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কারণ  ওইসব অনুষ্ঠানে তাদেরকেই  প্রধান হিসেবে উপস্থিত থাকতে হয়। উপজেলা প্রকৌশল বিভাগ জানান, বিষয়টি উর্ধেŸাতন কর্ত্তৃপক্ষকে বারবার অবহিত করেও এখন পর্যন্ত কোন কাজ হয়নি।বর্তমানে ভবনটি ভেঙ্গে ফেলা ছাড়া সংস্কারের কোন সুযোগ নেই।জানা যায়,১৯৮০ সালে এই উপজেলায় একটি অডিটোরিয়াম ভবন নির্মানের জন্য ১৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়।আংশিক নির্মানের পর সেটি দূর্নীতির বেড়াজালে আটকা পড়ে ।পরবর্তীতে মামলা ও সংশি¬ষ্ট ঠিকাদা রের  মৃত্যুর কারণে নির্মান কাজ থেমে যায়।বর্তমানে এই অর্ধনির্মিত ভবনটি ও পরিত্যাক্ত। এমনকি এ সংক্রান্ত নূন্যতম নথি-পত্র উপজেলা প্রকৌশল দপ্তরে পাওয়া যায়নি।