2দৈনিক বার্তা: যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট বা এমআরপি নিতে আবেদন করেছেন বিএনপি  চেয়ারপারসন খালেদা জিয়া।এজন্য বৃহস্পতিবার বিকালে তিনি আগারগাঁও পাসপোর্ট কার্যালয়ে যাবেন বলে তার প্রেসসচিব মারুফ কামাল খান জানিয়েছেন।

তিনি বুধবার বলেন, ম্যাডাম এমআরপি পাসপোর্ট করতে বৃহস্পতিবার আগারগাঁও যাবেন। এটা একটি ব্যক্তিগত কর্মসূচি।এদিকে খালেদার আগারগাঁও যাওয়া উপলক্ষেও কর্মসূচি দিয়েছে বিএনপি।

বুধবার বিকালে নয়া পল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির  যৌথসভায় বক্তব্যে দলের মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকা বৃহস্পতিবার ৩টার মধ্যে দলীয়  নেতা-কর্মীদের আগারগাঁওয়ে থাকতে বলেছেন।বিএনপির  নেতা-কর্মীরা পাসপোর্ট অফিসের সামনের সড়কের দুই পাশে দাঁড়িয়ে দলীয়  চেয়ারপারসনকে শুভেচ্ছা জানাবেন।

এদিকে, সাত খুনের ঘটনার পর  ডেমরায় জনসভা করতে পুলিশের অনুমতি না  মেলায় জনসভার নতুন স্থান নির্ধারণ করেছে বিএনপি।আগে নির্ধারিত দিনেই অর্থাৎ ১৭  মে  ডেমরার পরিবর্তে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

নয়া পল্টনে মওলানা ভাসানী মিলনায়তনে বুধবার মহানগর বিএনপির এক  যৌথ সভায় জনসভা প্রস্তুতি কমিটির আহবায়ক তরিকুল ইসলাম এ কথা জানান।ওই জনসভায় দলের  চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য রাখার কথা রয়েছে।আলোচিত সাত খুনের প্রতিবাদে বিএনপি ১৭  মে ডেমরায় জনসভা করার কর্মসূচি ঘোষণা দিয়েছিল।

দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে আমাদের জনসভার জায়গা ঠিক করা হয়েছে।এখন এই কর্মসূচি আমাদের সর্বাত্মক সফল করা চাই।তিনি বলেন, নারায়ণগঞ্জে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে, তা কেবল সমগ্র জাতি নয়, বিশ্বের বিবেককে নাড়া দিয়েছে। আমরা আশা করছি, এবার যাত্রাবাড়ীতে প্রতিবাদ সমাবেশে ১০ লাখ মানুষের সমাগম ঘটবে।এর আগে নারায়ণগঞ্জেও সমাবেশের অনুমতি  চেয়ে পায়নি বিএনপি।

মহানগর বিএনপির আহবায়ক সাদেক  হোসেন  খোকার সভাপতিত্বে  যৌথ সভায় জনসভার প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে  কেন্দ্রীয় নেতারা তাদের মতামত দেন।

সভায় দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম,সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, মীর সরাফত আলী সপু, শফিউল বারী বাবু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি  তৈমুর আলম খন্দকার, সাধারণ সম্পাদক কাজী মুনির প্রমুখ বক্তব্য রাখেন।