cinema_rolls-1280x1028
দৈনিক বার্তা : ঢাকা,৮আগষ্ট : মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশে যুদ্ধপরাধীদের পুনর্বাসন ও তাদের সামাজিক প্রতিষ্ঠা পাওয়ার গল্প নিয়ে নির্মিত হচ্ছে কাসার থালায় রূপালী চাঁদ সিনেমাটি৷ সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন আশির দশকের অভিনেতা ড্যানি সিডাক৷সিনেমাটিরও পরিচালক ও প্রযোজকও তিনি৷  কাসার থালায় রূপালী চাঁদ ২০১৩-১৪ অর্থবছরে তথ্য মন্ত্রণালয়ের সরকারি অনুদানের সাধারণ শাখায় নির্বাচিত হয়েছে৷ 

ড্যানি সিডাক গি্লটজকে বলেন, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে রাজাকার তথা দেশদ্রোহীরা নানাভাবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছে৷ দেশদ্রোহীরা নানাভাবে সমাজকে অশান্ত করতে চেয়েছে৷ ওরা কখনও দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে নাই৷ তাদের আস্ফালনের গল্পই ফুটে উঠেছে বিদ্রুপাত্মক সিনেমাটিতে৷ 

ড্যানি সিডাক জানান, এই চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন পীযূস বন্দোপাধ্যায়, আলীরাজ, মিজু আহমেদ, আফজাল শরীফ, ডলি জহুর, সুচরিতাসহ আরও অনেকে৷ বিশেষ একটি চরিত্রে থাকছেন এটিএম শামসুজ্জামান৷  নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে থাকছেন আইরিন,মৌলি, ইলোরা,সৌরভ,জনি ও জসিম৷এদের মধ্যে আইরিন বাদে সবারই এই সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হবে৷ 

সিনেমাটি নির্মিত হবে ড্যানি সিডাকের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসডি ফিল্মসের ব্যানারে৷ চলতি বছর অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হবে এ সিনেমার শুটিং৷