image_191180.11

দৈনিকবার্তা-ঢাকা, ২৩ ফেব্রুয়ারি: সমপ্রতি নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার গণমাধ্যমে কথোপকথন ফাঁস হওয়ার প্রেক্ষিতে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যারা সহিংসতাকারীদের সঙ্গে সংলাপের কথা বলছে জনগণের কাছে তারা চিহ্নিত হয়েছে৷ তাই চিহ্নিতদের এখনিই সাবধান হওয়ার আহ্বান করছি৷

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ২০ দলীয় জোটের অযৌক্তিক হরতাল-অবরোধে পেট্রোভলবোমায় সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে এক সমাবেশে তিনি এসব কথা বলেন৷হাছান মাহমুদ বলেন, যে খোকা সাহেব (সাদেক হোসেন খোকা) বিএনপি জোটের সহিংসতার দায়দায়িত্ব স্বীকার করে নিয়েছে, সেই সহিংসতাকারীদের সঙ্গে পরামর্শ করছে৷ যারা এই সহিংসতাকারীদের সঙ্গে সংলাপের কথা বলছে তারা চিহ্নিত হয়েছে৷ জনগণের কাছে তারা প্রকাশ পেয়েছে৷ তাই চিহ্নিতদের এখনই সাবধান হওয়ার আহ্বান জানাচ্ছি৷

সহিংসতায় নিহতদের মুক্তিযুদ্ধার সম্মাননা দেওয়া হবে বিএনপির এমন বিবৃতির প্রেক্ষিতে হাছান বলেন, তারাই মানুষ হত্যা করে তারাই মুক্তিযুদ্ধের সনদ দিতে চাইছে৷ এটা নিহতদের আত্মার সঙ্গে এবং সমগ্র জাতির সঙ্গে উপহাস মাত্র৷ এর মানে রাজাকারের কাছ থেকে মুক্তিযুদ্ধের সনদ নেওয়া৷

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, দেশের মানুষসহ বিশ্বের সকল বিবেকবান মানুষ বিএনপি-জামায়াতের মানুষ পুড়িয়ে মারার বিরুদ্ধে সোচ্চার হয়েছে৷তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিএনপিকে জামায়াত-সঙ্গ ছাড়ার এবং যুক্তরাষ্টের পররাষ্ট্র মন্ত্রী জন কেরি বিএনপি-জামায়াতকে নাশকতার পথ ছাড়তে বলেছেন৷

ড. হাছান মাহমুদ বলেন, যারা পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করছে এবং যারা হামলার নির্দেশ, অর্থের যোগান ও পরিকল্পনা করছে জনগণ তাদের চিহ্নিত করেছে৷ রাজধানীর মিরপুরে গতকাল বিএনপি-জামায়াতের তিন পেট্রলবোমা হামলাকারীকে হাতেনাতে ধরে সাধারণ মানুষ গণধোলাই দিয়েছে৷

তিনি বলেন, নাশকতাকারীদের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিরোধ যত তীব্র হবে- তত দ্রুত পেট্রলবোমাবাজরা পালিয়ে যাবে৷সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক সাহজাহান আলম সাজু ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরম্নন সরকার রানা প্রমুখ৷