1920021_292180420930341_1215904257_n

দৈনিকবার্তা-ঢাকা, ২৫ মার্চ: মহান স্বাধীনতার ৪৪তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া আজ বুধবার এক বাণীতে আগামীকাল যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালনের জন্য দেশবাসী ও দলের সকল স্তরের নেতা-কর্মীর প্রতি আহ্বান জানিয়ে এবং স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সশস্র মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ. জি ওসমানী, স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলক আ.স.ম আবদুর রব, স্বাধীনতার ইশতেহার পাঠক শাহজাহান সিরাজ-সহ মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে শহীদদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন

স্বাধীনতার ৪৪ বছরেও স্বাধীনতার স্বপ্ন আজও বাস্তবায়ন হয়নি। এখনও আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী অপশক্তি বাংলাদেশকে একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিনত করার চক্রান্ত করছে। বাংলাদেশের স্বাধীনতা কোন একক দল বা এক ব্যাক্তির অবদান নয়। আজ যখন স্বাধীনতার সকল কৃতিত্ব এক ব্যাক্তি বা এক দল কুক্ষিগত করার ষড়যন্ত্র করে তখন জাতিকে লজ্জিত করে। ইতিহাসের ধারাবাহিকতা রক্ষায় স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় যার যতটুকু অবদান তাঁকে তার মর্যাদা ও সাংবিধানিক স্বীকৃতি দেয়া উচিত। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জনগনকে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নের লক্ষে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার কোন বিকল্প নাই।