nepal 33_77441

দৈনিকবার্তা-কাঠমান্ডু, ২৬ এপ্রিল: শনিবারের প্রচণ্ড ভূমিকম্পে লণ্ডভণ্ড নেপালে ৬.৭ তীব্রতার আফটার শক হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানায়। এদিকে ভূমিকম্পের কারণে মাউন্ট এভারেস্টে যে হিমবাহ তৈরি হয়েছে তা আরো বেড়েছে বলে জানান পর্বতারোহীরা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, রাজধানী কাঠমান্ডুর উত্তর পূর্বে চীন সীমান্তের কাছে ১০ কিলোমিটার গভীরে আজ রোববার সর্বশেষ এ ভূমিকম্প আঘাত হানে। পর্বতারোহী জিম ডেভিডসন বলেন, এভারেস্টের ক্যাম্প ওয়ানেও আফটার শক অনুভূত হয়েছে।