স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান- asaduzzaman

দৈনিকবার্তা-ঢাকা, ৫ মে, ২০১৫ : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বাংলাদেশে আল-কায়েদা থাকার কোন প্রমাণ নেই। তিনি সোমবার বাংলাদেশ সচিবালয় তার কার্যালয়ে দৈনিকবার্তা কে বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সদস্যরা এখন পর্যন্ত দেশে আল-কায়েদার অস্তিত্ব এবং এর নেটওয়ার্কের সুনির্দিষ্ট কোন প্রমাণ পায়নি। প্রতিমন্ত্রী বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন পর্যন্ত আনসারুল্লাহ বাংলা টিম এবং আল-কায়েদার মধ্যে কোন যোগসূত্রেরও কোন প্রমাণ পায়নি, যার ওপর ভিত্তি করে দেশে আল-কায়েদার অস্তিত্ব ও নেটওয়ার্ক আছে বলে ধারণা করা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ব্লগার লেখক অভিজিৎ রায়ের হত্যাকা-ের দু’মাস পর পত্র-পত্রিকায় আল-কায়েদা এর দায়িত্ব স্বীকার করেছে বলে রিপোর্ট প্রকাশিত হওয়ার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। আল-কায়েদার এ দাবি প্রসঙ্গে পুলিশের ডিআইজি ও ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম রোববার সাংবাদিকদের বলেন, জঙ্গি গ্রুপ আনসারুল্লাহ বাংলা টিম ব্লগার অভিজিৎ রায়কে হত্যা করে। তিনি বলেন, অভিজিৎ হত্যাকা-ের মামলার তদন্ত চলছে। আমরা সন্দেহভাজন হিসেবে ৫ জনকে সনাক্ত করেছি। তাদের গ্রেফতারের পর গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, দেশে সন্ত্রাস দমনে সন্ত্রাস বিরোধী একটি ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দেশে জঙ্গি কর্মকা- ও নেটওয়ার্ক নির্মূলে কাজ করে যাচ্ছে।

jawahiri