image_219603.banker_bg_869949978

দৈনিকবার্তা-নওগাঁ, ৮ মে: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এডভোকেট মোস্তাফিজুর রহমান বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালী জাতিকে বিশ্বের মানুষের সাথে পরিচিত করে তুলেছেন।তিনি বলেন, রবীন্দ্রনাথ সারা পৃথিবীতে যেভাবে আলো ছড়িয়েছে বিশ্বের অন্য কোন কবি বা সাহিত্যিকদের পক্ষে তা সম্ভব হয়নি।মন্ত্রী শুক্রবার দুপুরে নওগাঁর পতিসরে কবির ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক দিনব্যপী এ অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আরো বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রকৃতির কবি। প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতি থেকে উৎস সংগ্রহ করে তিনি অসংখ্য কবিতা, গল্প, নাটক রচনা করেছেন। আর সে জন্যই পতিসরের মত নিভৃত পল্লীতে এসে কুঠিবাড়ি স্থাপন করেছেন।পরে আত্রাই উপজেলার শিল্পকলা একাডেমী, রানীনগর উপজেলা শিল্পকলা একাডেমী এবং নওগাঁ জেলা শিল্পকলা একাডেমী’র শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

জেলা প্রশাসক মোঃ এনামুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার, সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম, পুলিশ সুপার মোঃ কাইয়ুমুজ্জামান খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বাংলাদেশ ষ্টাডিজ, বাংলা বিভাগের প্রফেসর ড.স্বরোচিষ সরকার, বরীন্দ্র গবেষক প্রফেসর ড. মুহম্মদ আশরাফুল ইসলাম, প্রাবন্ধিক ও সংস্কৃতিকর্মী মফিদুল হক, বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতœতত্ববিদ প্রফেসর সুফি মোস্তাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, কবি আতাউল হক সিদ্দিকী, আত্রাই উপজেলা চেয়ারম্যান এবাদুর রহামন, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরী কুবি এবং মনিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।