ponkoj_31186

দৈনিকবার্তা-রাজশাহী, ১১ মে: স্থল সীমানা চুক্তি বাস্তবায়নের চূড়ান্ত অনুমোদনপত্র খুব দ্রুতই বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পংকজ স্মরণ।সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনে শিক্ষকদের সঙ্গে এক মত বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।হাই কমিশনার পংকজ স্মরণ আরও বলেন, ভারত-বাংলাদেশের বর্তমান সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং সহযোগী মনোভাব সম্পন্ন। এর ফলে আগামীতে তিস্তা চুক্তি ও ফারাক্কা চুক্তির ব্যাপারেও ভারতের অবশ্যই ইতিবাচক মনোভাব রয়েছে।তিনি বলেন, এসব বিষয়ে পদক্ষেপ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিগগিরই বাংলাদেশ সফরে আসবেন। অল্প সময়ের মধ্যেই তার সফরের দিন-তারিখ এবং অন্যান্য বিষয় জানানো হবে।শক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান সজল প্রমুখ।

প্রসঙ্গত, রবিবার দুপুরে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ভারতের সাহেবগঞ্জ সীমান্ত ঘেষা বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত সাহেবগঞ্জ ছিট মহলবাসীর সাথে মতবিনিময় করেন।এছাড়া জেলার ফুলবাড়ী উপজেলার অভ্যন্তরে দাসিয়ার ছড়া ছিটমহলের কালিরহাট বাজার সংলগ্ন মাদ্রাসা মাঠেও ছিটমহলবাসীদের সঙ্গে মতবিনিময় করেন সময় পংকজ শরণ ।ঐ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশানার পংকজ স্মরণ ছিটমহলবাসীর উদ্দেশ্যে বলেছেন, বর্তমান সময় ছিট মহলবাসীর জন্য ঐতিহাসিক মুহূর্ত। সবাই এখন নতুন জীবনের জন্য উদগ্রীব হয়ে আছেন। এই আনন্দ যেন কোন অশুভ চক্রের প্রভাবে বিষাদে পরিণত না হয় সে জন্য তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।তিনি বলেন, ছিটমহলবাসী দীর্ঘকাল থেকে অনেক কষ্ট, লাঞ্চনা ও দুঃখ সহ্য করেছে। এখন থেকে তাদের আর কোন কষ্ট করতে হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।তিনি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকারের আন্তরিকতা ও সহযোগিতার কারণেই ভারতে ছিলমহল হস্তান্তরের বিলটি পাশ হয়েছে।তিনি আরো বলেন, বন্ধু প্রতীম দেশ দুটির একসাথে থাকতে হবে এবং একে অপরকে সহযোগিতার ভিত্তিতে সকল সমস্যার সমাধান করতে হবে। এ জন্য তিনি উভয় দেশের জনগণের সহযোগিতা, ধৈর্য ও সহনশীলতা প্রয়োজন বলে দাবি করেন।উল্লেখ্য, ভুরুঙ্গামারী উপজেলা ঘেষা ভারতের অভ্যন্তরে ২০০৮.৫৩ একর আয়তনের ১৫টি বাংলাদেশি ছিটমহল এবং বাংলাদেশের অভ্যন্তরে ২২০.৩৯ একর আয়তনের ভারতের ১০টি ছিটমহল রয়েছে।