বিদ্যুত সংযোগ বন্ধ থাকায় ৩ দিন ধরে অন্ধকারে লালমনিরহাট- কুড়িগ্রাম

দৈনিকবার্তা-লালমনিরহাট,২৬মে : কালবৈশাখী ঝড়ে বৈদ্যতিক খুটি উপড়ে যাওয়ায় ৩ দিন ধরে অন্ধকারে রয়েছে সীমান্তবর্তি জেলা লালমনিরহাট ও কুড়িগ্রাম। লালমনিরহাট বিদ্যুত উন্নয়ন বোর্ড এর প্রকৌশলী হাসনত জামান জানান, শনিবার দিবাগত রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার প্রবেশ দাঁড় তিস্তা সড়ক সেতু এলাকায় ১৫০ গ্রিডের একটি তার ছিড়ে তিস্তা নদীতে পড়ে যায়। যার ফলোশ্রুতিতে শনিবার রাত থেকে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার ১৪ টি উপজেলায় সম্পুর্ন রুপে বন্ধ হয়ে পড়ে বিদ্যুত সংযোগ। বিদ্যুত সংযোগ সচল করতে নিরলস পরিশ্রম করছে বিদ্যুত বিভাগের কর্মীরা। তবে বৃহস্পতিবার মধ্য রাতের মধ্যে কাজ শেষ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে বিদ্যুত বিচ্ছিন্ন থাকায় সাধারন মানুষের কাজ কর্মে স্থবিরতা বিরাজ করছে। ভোগান্তি পড়েছে দুই জেলার কয়েক লাখ মানুষ। জনগুরুত্বপূর্ন কিছু অফিসে জেনারেটরের মাধ্যমে তাদের কাজ সম্পাদন করলেও সাধারন মানুষ রয়েছে নিতান্তই বিপাকে।

শুধু অফিসের কাজেই নয় শিল্প কারখানাগুলোও বন্ধ রয়েছে। এছাড়াও ব্যাটারী চালিত অটোরিক্সা না থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রী সাধারন। অন্যদিকে ৩ দিন ধরে বিদ্যুত সংযোগ না থাকায় এ দুই জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরাও পড়েছেন বিপাকে। অধিকাংশ মোবাইল ফোনও বন্ধ হয়ে পড়েছে। বিদ্যুত সংস্কার কাজের তদারকিতে আসা বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডেও সঞ্চালন বিভাগের প্রধান প্রকৌশলী কামরুল হাসান সাংবাদিকদের বলেন, কাজ দ্রুতগতিতে চলছে, যতদ্রুত সম্ভব বিদ্যুত সংযোগ পুন স্থাপন করা হবে।