1434775458

দৈনিকবার্তা-ঢাকা, ২০ জুন: আন্তঃদেশীয় পর্যায়েও সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবাদ নিয়ে স্টেট ডিপার্টমেন্টের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই মূল্যায়ন তুলে ধরা হয়েছে।এতে বলা হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার দেশীয় ও আন্তঃদেশীয় পর্যায়ে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো মোকাবেলায় দৃঢ় প্রতিশ্র“তি দেখানোয় ২০১৪ সালে সন্ত্রাসবাদ প্রতিরোধে অগ্রগতি করেছে বাংলাদেশ।শুক্রবার ওয়াশিংটনে কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম ২০১৪ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।প্রতিবেদনে বলা হয়েছে,দেশীয় ও আন্তঃদেশীয় পর্যায়ে সন্ত্রাসী গোষ্ঠীগুলো মোকাবেলায় বাংলাদেশ ‘রাজনৈতিক সদিচ্ছা ও দৃঢ় প্রতিশ্র“তি দেখিয়েছে। আন্তঃদেশীয় সন্ত্রাসীদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এবং নিজ দেশে তাদের স্বর্গরাজ্য প্রতিষ্ঠা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ।শুধু দেশে নয়, আন্তঃদেশীয় পর্যায়েও সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।

সন্ত্রাসবাদ নিয়ে স্টেট ডিপার্টমেন্টের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই মূল্যায়ন তুলে ধরা হয়েছে।এতে বলা হয়েছে,শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার দেশীয় ও আন্তঃদেশীয় পর্যায়ে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো মোকাবেলায় দৃঢ় প্রতিশ্র“তি দেখানোয় ২০১৪ সালে সন্ত্রাসবাদ প্রতিরোধে অগ্রগতি করেছে বাংলাদেশ।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এখনো সম্মুখভাগে রয়েছে দক্ষিণ এশিয়া।প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালে সন্ত্রাসী হামলার সংখ্যা ৩৫ শতাংশ বেড়েছে এবং আগের বছরের তুলনায় মোট হতাহতের সংখ্যা ৮১ শতাংশ বেড়েছে। এর মূল কারণ হিসেবে ইরাক, আফগানিস্তান ও নাইজেরিয়া সন্ত্রাসী কর্মকাণ্ডকে তুলে ধরা হয়েছে।এসব আক্রমণের ৬০ শতাংশের বেশি পাঁচটি দেশে সংঘটিত হয়েছে। এগুলো হলো-ইরাক, পাকিস্তান,আফগানিস্তান, ভারত ও নাইজেরিয়া।আর ৭৮ শতাংশের বেশি হতাহত হয়েছে ভারত বাদ দিয়ে সিরিয়া ধরে এই পাঁচটি দেশে।বিশেষ করে মারণঘাতী কয়েকটি হামলার কারণে হতাহতের ঘটনা বেড়েছে বলে প্রতিবেদনে দেখানো হয়েছে।এতে বলা হয়েছে, ২০১৪ সালে ২০টি সন্ত্রাসী হামলার ঘটনায় ১০০ জনের বেশি নিহত হয়েছে, যেখানে আগের বছর এ ধরনের দুটি হামলার ঘটনা ঘটে।২০১৪ সালে বাংলাদেশে বড় ধরনের কোনো সন্ত্রাসী ঘটনা সংঘটিত হয়নি,প্রতিবেদনে বলা হয়।প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসাডর-অ্যাট-লার্জ ও সন্ত্রাসবাদ প্রতিরোধ সমন্বয়ক টিনা কায়দানো বলেন, বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের অবস্থা পর্যালোচনায় এবং সন্ত্রাসী হুমকির বৈশিষ্ট্য ও ক্ষেত্র চিহ্নিত করার সুযোগ করে দিয়েছে এই প্রতিবেদন।এর ফলে আমাদের কার্যকারিতা ও সর্বোত্তম কৌশল নির্ধারণ ও মোকাবেলার বিষয়গুলি পর্যালোচনা করা সহজ হবে।সন্ত্রাসবাদ প্রতিরোধে বাংলাদেশের নানা প্রচেষ্টার বিস্তারিত তুলে ধরা হয়েছে প্রতিবেদনে, যার মধ্যে রয়েছে- আইন প্রণয়ন, আইনশৃঙ্খলা জোরদার, সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসের অর্থায়ন প্রতিরোধ, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা এবং সহিংসতা ও সহিংস জঙ্গিবাদ প্রতিরোধ।

এতে বলা হয়, সন্ত্রাসী সংগঠনগুলো তাদের চরমপন্থি আদর্শ প্রচার করে বাংলাদেশ থেকে বিদেশের জন্য যোদ্ধা সংগ্রহ করতে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোকে ব্যবহার করছে।২০১৪ সালের সেপ্টেম্বরে আল কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরির নাম ও ছবিসহ এক অডিওবার্তায় বাংলাদেশে জিহাদের ডাক দেওয়া হয়। সেখানে বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশে নুতন প্রতিষ্ঠিত আল-কায়েদার কর্মকাণ্ড পরিচালনার ইচ্ছা প্রকাশ করা হয়।এছাড়া ইরাকে ইসলামিক স্টেটস (আইএস) জঙ্গিদের লড়াইয়ে যোগ দিতে কর্মী সংগ্রহের প্রচেষ্টার অভিযোগে প্রবাসী বাংলাদেশিদের গ্রেপ্তার হওয়ার কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, আইএস প্রতিরোধে বৈশ্বিক জোটের অংশীদার না হলেও বাংলাদেশ এই হুমকি মোকাবেলায় পদক্ষেপ নিচ্ছে।গত বছরের ২৯ সেপ্টেম্বর আইএস ও আল-নুসরাহ ফ্রন্টের জন্য জঙ্গি সংগ্রহের অভিযোগে বাংলাদেশে সামিউন রহমান নামে একজনের গ্রেপ্তার হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। স্টেট ডিপার্টমেন্ট বলছে, সীমান্তে এবং স্থল, সাগর ও বিমানবন্দরের প্রবেশ পথে নিয়ন্ত্রণ আরো জোরদার করতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে বাংলাদেশ। এছাড়া স্টেট ডিপার্টমেন্টের সন্ত্রাস প্রতিরোধে সহযোগিতা কর্সূচিতে বাংলাদেশের নিরবচ্ছিন্ন অংশগ্রহণ ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সন্ত্রাসবাদবিরোধী প্রশিক্ষণ গ্রহণের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়। স্টেট ডিপার্টমেন্ট বলছে, সহিংস জঙ্গিবাদ প্রতিরোধে বিশেষ করে তরুণদের মধ্যে কৌশলগত যোগাযোগ স্থাপন করেছে বাংলাদেশ।প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় মাদরাসা শিক্ষার উপর নজরদারি করছে এবং মানসম্পন্ন জাতীয় পাঠ্যক্রম তৈরি করছে, যাতে ভাষা শিক্ষা,গণিত ও বিজ্ঞান অন্তর্ভুক্ত রয়েছে।একইসঙ্গে অষ্টম ধাপ পর্যন্ত প্রাথমিক শিক্ষায় ন্যূনতম মানের ধর্মনিরপেক্ষ বিষয়গুলো পড়ানো বাধ্যতামূলক করেছে।এছাড়াও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে ইমাম ও আলেমদের নিয়ে ধর্ম মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসবাদ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামগুলোতে পূর্ণরূপে সক্রিয় রয়েছে বাংলাদেশ।সন্ত্রাসবাদ প্রতিরোধে ভারতের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে বর্তমান সরকার জোরালো আগ্রহ দেখিয়েছে।

প্রতিবেদনে স্বীকার করা হয়, বাংলাদেশ সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রেখেছে। ফলে ওই অঞ্চলে দেশটির মাটি ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা খুবই কঠিন হয়ে পড়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারের রাজনৈতিকভাবে সন্ত্রাসবিরোধী দৃঢ় পদক্ষেপের ফলেই এটা সম্ভব হয়েছে। প্রতিবেদনে সরকারি নিরাপত্তা বাহিনী কর্তৃক সন্ত্রাসী দল জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি), হরকাতুল জিহাদ আল-ইসলামী বাংলাদেশ এবং আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের গ্রেফতারের বিষয়টি উল্লেখ করা হয়। সন্ত্রাসবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা জোরদার করে সীমান্ত, সমুদ্র এলাকা এবং বিমান বন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ব্যাপক প্রশংসা করা হয়। সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধে গৃহীত পদক্ষেপটি গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়। আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বর্তমান সরকার সন্ত্রাসবিরোধী কার্যক্রমে ভারতের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে জোরালো পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ কয়েকটি দেশের সঙ্গে অপরাধ তদন্ত কার্যক্রমে তথ্য আদান-প্রদানে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর মধ্যে আর্থিক অপরাধ এবং সন্ত্রাসী কাজে অর্থায়নের বিষয়টি রয়েছে। প্রতিবেদনে যুবকদের মধ্যে চরমপন্থা বিস্তার বন্ধে বাংলাদেশ সরকারের কৌশলগত যোগাযোগেরও প্রশংসা করা হয়।