index

দৈনিকবার্তা-রাজশাহী, ২৩ জুন: সাধারণ কৃষকদের জীবিকা নির্বাহ এবং জীবন ধারণের অবস্থার উন্নতির জন্য ব্যাংকিং সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) প্রতিশ্র“তিবদ্ধ।এছাড়া, ব্যাংক এই অঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতিকে আরো গতিশীল করার জন্য বিদ্যমান সব কৃষি সম্ভাবনাময় খাতগুলো এবং উপ-খাতগুলোতে গুণগত ও পরিমাণগত বিনিয়োগের অধীনে আনার জন্য কাজ করছে।রাকাব সূত্র জানায়, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পরিচালনা পরিষদের ৪২৯তম সভা রোববার ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ড. শাহ্ নওয়াজ আলি।

রাকাব’র সদর দফতর রাজশাহীতে, উত্তরাঞ্চলে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার কৃষির খাত এবং উপ-খাতগুলোতে বৃহত্তম উন্নয়নের অংশীদার হিসেবে রাকাবের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনজুর আহমদ এবং পরিচালনা পরিষদের পরিচালক হেলালুদ্দীন আহমদ, সাইফুউদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মদন মোহন দে, ফজলুর রহমান, অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক, মাহবুব উল আলম, ডা. সহিদুল ইসলাম ও মোহাম্মদ মহসিন উপস্থিত ছিলেন।সভায় ব্যাংকের সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা এবং তার কর্মক্ষম এবং প্রশাসনিক বিষয় সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।