01-07-15-Gaibandha_Power-1

দৈনিকবার্তা-গাইবান্ধা, ১ জুলাই: গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের ২৯১টি পরিবারের আঁধার ঘরে বুধবার জ্বললো বিদ্যুতের আলো। গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় প্রত্যন্ত গ্রামাঞ্চলের আঠার লক্ষ গ্রাহক সংযোগ প্রকল্পের আওতায় এই কর্মসূচী বাস্তবায়ন করছে। প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এই উপলক্ষে বল্লমঝাড়ের মাঠেরপাড় গ্রামে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বল্লমঝাড় ইউপি চেয়ারম্যান এমারুল ইসলাম সাবিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশিদা বেগম, উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল মমিন খান, গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জি.এইচ.এম ওয়াহেদুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, সাইফুল আলম সাকা, বল্লমঝাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম ঝন্টু প্রমুখ।

প্রসঙ্গত উল্লেখ্য যে, গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির এই প্রকল্পের আওতায় গাইবান্ধা জেলার সদর, পলাশবাড়ি, ফুলছড়ি, সাঘাটা, গোবিন্দগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের আঠার লক্ষ মানুষের বসতবাড়িতে বিদ্যুৎ সংযোগ প্রদান করল। ২০১৬ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রকল্পভূক্ত গ্রামগুলো বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠবে।