Tanore Manobbondun Photo-01 24.05.2016
রাজশাহীর তানোরে হেরোইন ও ইয়াবাসহ সকল প্রকার মাদকদ্রব্য বিক্রি বন্ধের দাবীতে র‌্যালী শেষে মানববন্দন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে সাড়ে ১১টার দিকে উপজেলার মু-ুমালা বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মু-ুমালা পৌরসভার মেয়র গোলাম রাব্বানী। মু-ুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক কাউন্সিলর আমির হোসেন আমিন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি রিপন কর্মকার, সাধারণ সম্পাদক রুবেল শেখসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সর্বস্তরের হাজারো মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা মাদক বিক্রি ও ব্যবহারকারীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করায় তারা বেপরোয়া হয়ে উঠেছে। এমন কী মাসিক মাসুয়ারা পেয়ে প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। একারণে মু-ুমালাসহ পুরো উপজেলায় হেরোইন, ইয়াবা ছাড়াও গাঁজা ফেন্সিডিল প্রকাশ্যে বিক্রি হচ্ছে। এতে করে এলাকার উঠতি বয়সী যুবক ছেলেরা মাদকের ভয়াল থাবায় ধ্বংসের দারপ্রান্তে চলে যাচ্ছে। স্কুল ও কলেজ পড়–য়া ছাত্ররা মরণ নেশা হেরোইন ও ইয়াবায় আসক্ত হয়ে পড়ছে। নেশার টাকার জন্য চুরি, ছিনতাই ও খুনের মত ঘটনা ঘটছে। বক্তারা আরো বলেন, চলতি বছরের ১৩ মে মুন্ডুমালায় হেরোইন ভাগবাটরা নিয়ে দ্বন্দ্বে উসমান আলী নামের এক যুবক খুন হয়। এঘটনার ৭ দিনের মাথায় ১৯ মে দুই হেরোইন সেবীর হাতে হেফাজুল নামের ১৩ বছর বয়সের কিশোরকে খুন করে অটোভ্যান ছিনতাই করা হয়। এঅবস্থা থেকে পরিত্রাণ পেতে বক্তারা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের জুরুরি হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় আগামীতে বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালন করা হবে হুসিয়ারী উচ্চারণ করেন।#