09-06-16-Gulistan_Clash-2

ঢাকার গুলিস্তানে ফুটপাতের হকারদের সঙ্গে বিপণি বিতানের ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষে ওই এলাকায় যান চলাচল হয়ে যায় ।হকারদের উচ্ছেদ করে যান চলাচলের উপযোগী করা ফুটপাত বৃহস্পতিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনের পরিদর্শনের পরপরই এই সংঘর্ষ বাঁধে।ঘটনাস্থলে উপস্থিত প্রতক্ষ্যদর্শীরা জানান, বেলা ৩টায় মেয়র চলে যাওয়ার পরপরই ঢাকা ট্রেড সেন্টারের দোকান মালিক ও ফ্লাইভারের নিচে ফুটপাতে বসা হকারদের মধ্যে মারামারি শুরু হয়।

সংঘর্ষের কারণে বায়তুল মোকাররম থেকে গুলিস্তান, নবাবপুর এবং ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড সংলগ্ন সড়কে গাড়ি চলাচল বন্ধ যায় । গুলিস্তানে আসাদ পুলিশ বক্স থেকে নারায়ণগঞ্জ ও নরসিংদীগামী বাসও চলছে না।এরফলে রোজার মধ্যে ইফতারের আগে ঘরমুখো মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।ঢাকা ট্রেড সেন্টারের ব্যবসায়ী সোহেল রানা বলেন, মার্কেট কমিটির লোকজন ফুটপাতের দোকানদারদের চলে যেতে বলে। কিন্তু তারা না গিয়ে কমিটির লোকদের মারধর শুরু করে। তখন ব্যবসায়ীরা জোট বেঁধে হকারদের উপর চড়াও হয়।রাজধানীর গুলিস্তানে হকারদের সঙ্গে স্থানীয় দোকানদারদের দফা দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বায়তুল মোকাররম থেকে গুলিস্তান, নবাবপুর এবং ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড সংলগ্ন সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।আশপাশের এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট।প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়র সাঈদ খোকন চলে যাওয়ার পরপরই ঢাকা ট্রেড সেন্টারের দোকান মালিক ও ফ্লাইভারের নিচে ফুটপাতে বসা হকারদের মধ্যে মারামারি শুরু হয়।

ঢাকা ট্রেড সেন্টারের ব্যবসায়ীদের অভিযোগ, ফুটপাতের হকারদের উচ্ছেদ করে দেয়ার পরও দোকান করছে। তাদের চলে যেতে বললে না গিয়ে কমিটির লোকদের মারধর শুরু করে।পল্টন থানার এসআই মঞ্জিল বলেন, সংঘর্ষ বেঁধেছিল, তবে ঠিক তেমন নয়।