ত্যাগ কর অহংকার

তোমার কিসের এতো অহংকার
জানো না তুমিও যাবে ঐপার।
জেনে শুনে করো কেন এই ভুল
পারো না দিতে তাদের হাতে ফুল।

করিও না আর এতো অহংকার
পাবে না কোন দিন তার জন্য উপকার।
দাঁড়াও এসে তাদের পাশে,
নির্বিত্ত মানুষেরা যেন একটু হাসে।

ভুলে যাও আগের সব কথা
তুলে ধরো এখন তাদের ব্যাথা।
হাসিলে তারা হাসবে ভুবন
সুন্দর রূপে চলিবে জীবন।

পেরেছে সবাই এই মাটিতে পারিবেও তুমি
কারণ এইটা তোমার প্রিয় জন্মভূমি।
দেখিয়ো না আর পিছে ফিরে
সোনার ফসল ফলবে এবার তোমায় ঘিরে।


কলম

আমি সহজ নই
আমি আবার কঠিনও নই
আমি শান্ত,
আমি আবার অশান্ত।

আমি চলি না
আমাকে ওরা চালাই।
আমি করি উপকার,
আমি করি আবার অপকার।

আমি থাকি চারপাশ
আমি লিখি আশপাশ।
আমি থাকি ক্লাসে,
আমায় রাখে লোকে পাশে।

আমি কারো পকেটে
আমি আবার কোর্টে।
আমি ফুটায় মুখে হাসি
আমার জন্য আবার কারও ফাঁসি।

আমি খারাপ নই
আমি ভালোও নই।
আমি বিচারক,
আমি প্রতারক।

আমি চিরন্তন
আমি মানবে বন্ধন।
আমি চলবো
আমি চিরকাল থাকবো।

লেখক পরিচিতি
নয়ন কান্তি দে
বাংলাদেশ পুলিশ
প্রাক্তন কক্সবাজার সিটি কলেজ
বর্তমান চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ(বিএসএস)।