সরকারি কাজে বাঁধাদান ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বিএনপি ও অঙ্গ-সংগঠনের ২৭ নেতাকর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ বুধবার বিএনপির নেতা-কর্মীরা স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন জানালে জেলা ও দায়রা জজ আমিনুল হক তাদের জামিন নামঞ্জুর করেন। সম্প্রতি, গোয়ালন্দ উপজেলায় বিএনপির কর্মসূচি চলাকালে পুলিশের সাথে নেতাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ অক্টোবর বিএনপির ৩১ জন নেতাকর্মীকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করে পুলিশ। পরবর্তীতে এ মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের জামিন নেন। এ জামিনের মেয়াদ ছিল বুধবার পর্যন্ত। বুধবার বেলা ১১টার দিকে ২৭ নেতাকর্মী আদালতে গিয়ে জামিন চাইলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নেতাকর্মীদের কারাগারে পাঠানোর বিষয়ে প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে তাদের মুক্তি দেওয়াসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।