ঘরে ঘরে বিদ্য্যুৎ পৌঁছে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)।

তারই ধারাবাহিকতায় বুধবার (৬ ফেব্র“য়ারি) দুপুর ১২ টায় ডিপিডিসি’র এনওসিএস মগবাজার বিভাগের টিএন্ডটি বস্তি এলাকায় (মগবাজার টিএন্ডটি ৩৩/১১ কেভি উপকেন্দ্র, শহীদী জামে মসজিদ সংলগ্ন, ডিআইটি রোড, মালিবাগ) সহজ শর্তে তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ প্রদান করা হবে।

এ উপলক্ষে টিএন্ডটি বস্তি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ উপদেষ্টার ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বীর বিক্রম উক্ত কার্যক্রমের উদ্বোধন করবেন।

উক্ত অনুষ্ঠানে ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান, সংস্থাটির পরিচালক (অপারেশন) এটিএম হারুন অর রশিদ,পরিচালক (প্রশাসন)জয়ন্ত কুমারসহ সংস্থাটির উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত,বিদ্যুত উৎপাদনের চলমান গতি অব্যাহত রাখতে রূপকল্প-২০২১ অনুযায়ী আগামী ২০২১ সালের মধ্যে সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট, ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদনের মহাপরিকল্পনা নিয়েছে বর্তমান সরকার।