ঢাকার পুরাতন জেলা জজ ভবনের একটি লিফট ছিঁড়ে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা ১১ মিনিটে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।

জেলা জজ আদালতের নাজির তরিকুল ঘটনরার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে পুরুষ ও নারী আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থীদের নিয়ে লিফটি উঠছিল। এ সময় পাঁচতলা থেকে তা ছিঁড়ে নিচে পড়ে যায়।

সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তাঁরা এসে আহতদের উদ্ধার করে নিকটস্থ ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে, যোগ করেন আদালতের ওই কর্মকর্তা।

এর আগে পুরাতন ভবনের এসব লিফট নিয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে।আহত আইনজীবীদের সহকর্মী ও আত্মীয়স্বজন কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন।