গাজীপুরে আরো ৩৬জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টার নমূনা পরীক্ষার শনিবারের ফলাফলে তাদের দেহে এ ভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় এপর্যন্ত (শুক্রবার) মোট একহাজার ৫৬৭ জন করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়াও এ ভাইরাসে জেলায় এ পর্যন্ত ১৩জন মারা গেছেন।

গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, গাজীপুরে প্রতিনিয়ত বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ। গত ২৪ ঘন্টায় জেলায় আরো ৩৬জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে গাজীপুর সদরে ২৪জন ও কালিয়াকৈর উপজেলায় ১২জন আক্রান্ত হয়েছেন। জেলার অপর তিনটি উপজেলা শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জে শুক্রবার প্রাপ্ত ২৪ ঘন্টার ওই রিপোর্টে কেউ আক্রান্ত হননি। এনিয়ে জেলার ৫টি উপজেলায় এপর্যন্ত মোট একহাজার ৫৬৭ জনের দেহে করোনা (কোভিড-১৯) ভাইরাস শনাক্ত হয়েছে। তবে ইতোমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত ৩০৪জন সুস্থ্য হয়েছেন।

গাজীপুর সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান জানান, গাজীপুরের ৫টি উপজেলার মধ্যে এ পর্যন্ত সদর উপজেলায় সর্বাধিক সংখ্যক লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ উপজেলায় আক্রান্ত হয়েছে ৯৯৮ জন। অন্য চারটি উপজেলার আক্রান্তদের মধ্যে কালিয়াকৈরে ১৮২জন, কালীগঞ্জে ১৫৬জন, শ্রীপুরে ১১৮জন ও কাপাসিয়া উপজেলার ১১৪জন রয়েছে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১৩ জন মারা গেছেন। গাজীপুরে এ পর্যন্ত ১২ হাজার ৭৭৮ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিক ও পোশাককর্মীও রয়েছেন।