গাজীপুরে ক্লাব ফুট বা মুগুর পা নিয়ে জন্ম নেয়া শিশুদের চিকিৎসা বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। এ রোগের চিকিৎসা প্রদানকারী প্রতিষ্ঠান “ওয়াক ফর লাইফ” গাজীপুর শাখার উদ্যোগে শনিবার জেলা শহরের রাজবাড়ি রোডের প্রকৌশলী ভবনে বিভিন্ন এনজিও প্রতিনিধিদের নিয়ে এই এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। এনজিও প্রতিনিধিদের ওয়াক ফর লাইফের কার্যক্রম সম্পর্কে অবহিত করার জন্য এ সভা আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের গাজীপুর শাখার ব্যবস্থাপক পনসেটি চিকিৎসক মোঃ জামিল হোসেন তাদের চিকিৎসা বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, যেসব দরিদ্র শিশুরা মুগুর পা নিয়ে জন্মগ্রহণ করে তাদেরকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। তিন বছর পূর্ণ হবার পূর্বে মুগুর পা রোগের চিকিৎসা সেবা নিলে এই রোগ সম্পূর্ণ ভালো হয় এবং শিশুরা স্বাভাবিক জীবনে ফিরে আসে। অনুষ্ঠানে সূর্যের হাসি ক্লিনিক, মেরি স্টোপস, ঢাকা আহসানিয়া মিশন সহ ২০টি এনজিও’র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে প্রতিষ্ঠানটি গাজীপুরে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। এ পর্যন্ত জেলায় প্রায় এক হাজার দরিদ্র শিশুকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটি সারাদেশের ৩৪টি শাখার মাধ্যমে প্রায় ৩২ হাজার শিশুকে চিকিৎসা প্রদান করেছে।