Television camera trained on the Gaza Strip

দৈনিক বার্তা- ঢাকা, ৬ আগষ্ট : মন্ত্রী পরিষদ গৃহীত ‘জাতীয় সমপ্রচার নীতিমালা’ কে সংবিধান পরিপন্থী হিসাবে আখ্যায়িত করে অবিলম্বে সংবিধান পরিপন্থি সমপ্রচার নীতিমালা বাতিলের দাবী জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান  গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া আজ বুধবার এক বিবৃতিতে বলেছেন, বাকস্বাধীনতা হরণ ও গণমাধ্যমের ওপর বেআইনি নিয়ন্ত্রন আরোপের অপচেষ্টার অংশ হিসাবে এই নীতিমালা প্রনয়ন করেছে সরকার৷

নেতৃদ্বয় বলেন, সংবিধান পরিপন্থি এই সমপ্রচার নীতিমালার মাধ্যমে গণমাধ্যমকে শেকল দিয়ে নানাভাবে বেধে ফেলার ষড়যন্ত্র করছে সরকার৷ এই সমপ্রচার নীতিমালা কার্যকর হলে সংবাদপত্র ও টেলিভিশনের স্বাধীনতা তথা মত প্রকাশের তথ্য ও যুক্তিযুক্ত যে কোন সংবাদ, মতামত ও  আলোচনাকেও রাষ্ট্রবিরোধী ও নীতিমালা পরিপন্থী হিসাবে আখ্যায়িত করে তা বন্ধ করা যাবে৷ আর সরকার বিরোধী বা সরকারের জন্য বিব্রতকর এমন সমস্ত সমপ্রচারকে যখন-তখন কন্ঠরোধ করা যাবে৷ এর ফলে গণমাধ্যমে বিদ্যমান ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ আর থাকবে না৷

সরকারের এই তত্‍পরতা নাগরিক ও গণমাধ্যমের মত প্রকাশের সাংবিধানিক অধিকারের পরিপন্থী৷নেতৃদ্বয় অবিলম্বে গণমাধ্যমের কন্ঠরোধকারী জাতীয় সমপ্রচার নীতিমালা বাতিল করার জোর দাবী জানান৷