university

দৈনিকবার্তা-ঢাকা: এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এখন স্বপ্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে অনেকেই পছন্দের বিষয়ে ভর্তি হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। কিন্তু বাহারি বিজ্ঞাপনে অনেকেই ভর্তি হয়ে যাচ্ছেন নামসর্বস্ব কিংবা অনুমোদনহীন ক্যাম্পাসে। অনেকেই জানেন না একাধিক বিশ্ববিদ্যালয় অবৈধভাবে ক্যাম্পাস পরিচালনা করছে যেগুলো যেকোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে।

এদিকে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একাধিক বিশ্ববিদ্যালয় অবৈধভাবে ক্যাম্পাস পরিচালনা ও অনিয়ম করায় ইউজিসি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে অসহায় হয়ে পড়েছে আদালতের স্থগিতাদেশের কারণে। এ জন্য অভিভাবক ও শিক্ষার্থীদের সঠিক তথ্যাদি যাচাই করে নিজ দায়িত্বে ভর্তির সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দিয়ে দায় সেরেছে তারা।

বিভিন্ন সময়ে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিলে বিশ্ববিদ্যালয়গুলো আদালতে মামলা করে এবং আদালতের স্থগিতাদেশ নিয়ে অননুমোদিত ক্যাম্পাস পরিচালনা বহাল রাখে। ফলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না ইউজিসির। বর্তমানে বেশক’টি বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে এমন অভিযোগ থাকার সত্ত্বেও একই কারণে কোনো পদক্ষেপ নিতে পারছে মঞ্জুরি কমিশন।

এই আইনি বাধার কারণে অভিভাবক ও শিক্ষার্থীদের যেন সমস্যা না হয় সেজন্য যেসব বিশ্ববিদ্যালয়ের মামলা, বিভিন্ন ধরনের সমস্যা বিদ্যমান রয়েছে তাদের তালিকা করেছে ইউজিসি। একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষার্থীদের সঠিক তথ্যাদি যাচাই করে সিদ্ধান্ত গ্রহণের জন্য পরামর্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি।

এ ব্যাপারে ইউজিসির উপ-সচিব (জনসংযোগ) শামসুল আরেফিন দৈনিকবার্তাকে বলেন, ‘কিছু বিশ্ববিদ্যালয় অবৈধভাবে ক্যাম্পাস পরিচালনা করছিল তাদের বিরুদ্ধে কমিশন ব্যবস্থা গ্রহণ করলে তারা মাননীয় আদালতের স্থগিতাদেশ নিয়ে অননুমোদিত ক্যাম্পাস পরিচালনা করছে। আদালতের স্থগিতাদেশ থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। এছাড়াও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম সম্পর্কে অনুসন্ধান চলছে, পরবর্তীতে সেসব বিশ্ববিদ্যালয়ের তালিকাও প্রকাশ করা হবে।’

আদালতের স্থগিতাদেশ আছে যেগুলোতে
৬টি বিশ্ববিদ্যালয় আদালতের স্থগিতাদেশ নিয়ে ক্যাম্পাস পরিচালনা করছে বলে জানান শামসুল আরেফিন। এর মধ্যে রয়েছে-

দারুল ইহসান বিশ্ববিদ্যালয়
দেশের বিভিন্ন অঞ্চলে অসংখ্য অননুমোদিত শাখা ক্যাম্পাস রয়েছে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের। এগুলো বন্ধের জন্য রাষ্ট্রপতির নির্দেশক্রমে সরকার সুপ্রিমকোর্টের আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে এক সদস্যবিশিষ্ট বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে যা প্রক্রিয়াধীন।

প্রাইম ইউনিভার্সিটি
উচ্চ আদালত প্রাইম ইউনিভার্সিটির বিষয়ে গত ২৩ জুলাই চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দারুস সালাম রোড, মিরপুর-১ এবং ৮৭, বিএনএস সেন্টার, ৮ম ও ৯ম তলা, সেক্টর, উত্তরা, ঢাকায় অবস্থিত ক্যাম্পাস দুটি শুধু তাদের নিজ নিজ মূল ক্যাম্পাসে সংশ্লিষ্ট কর্মকাণ্ড পরিচালনা করবে। উভয় ক্যাম্পাসকেই ছাত্র-ছাত্রী ভর্তি সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রচার না করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

প্রাইম ইউনিভার্সিটির নামে ঢাকার ৪টি এলাকায় অননুমোদিত ক্যাম্পাস রয়েছে। এগুলো হচ্ছে-
১. হাউজ-৩৫২/বি, পুরাতন, ৩১/এ বিঃ নতুন রোড- ২৭/এ: পুরাতন
২. মকবুল প্লাজা, ২২৮/খ, প্রগতি স্মরণী, বারিধারা
৩. সেন্টার পয়েন্ট কনকর্ড, ৫ম তলা, ১৪/এ, ৩১/এ, তেজকুনিপাড়া, ফার্মগেট, তেজগাঁও
৪. মল্লিক টাওয়ার, ১৩ ও ১৪ তলা, চিড়িয়াখানা রোড, মিরপুর-১ অননুমোদিত ক্যাম্পাস রয়েছে।

যদিও এই ক্যাম্পাসগুলো উচ্ছেদ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।

সাউদার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশ
৩টি অননুমোদিত ক্যাম্পাস রয়েছে সাউদার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশের।

১. এম এম আলী রোড, দামপাড়া, চট্টগ্রাম
২. ও আর নিজাম রোড,জিইসি, চট্টগ্রাম
৩. হালিশহর, চট্টগ্রাম।

নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ
এই বিশ্ববিদ্যালয়ের ২টি অননুমোদিত আউটার ক্যাম্পাস রয়েছে রাজশাহী ও খুলনায়।

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ
ওআর, নিজাম রোড,চট্টগ্রাম এই ঠিকানায় অননুমোদিত ক্যাম্পাস রয়েছে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের।

ইবাইস ইউনিভার্সিটি
রাজধানীতে দুটি স্থানে অননুমোদিত ক্যাম্পাস রয়েছে ইবাইস ইউনিভার্সিটি।
১. বাসা- ২৭, রোড- ০৬, মোহাম্মদীয়া, হাউজিং সোসাইটি (মেইন রোড), মোহাম্মদপুর, ঢাকা- ১২০৭
২. বাসা- ১৩, রোড- ৩৫, সেক্টর- ০৭, উত্তরা, ঢাকা- ১২৩০।

ইউজিসির উপ-সচিব (জনসংযোগ) শামসুল আরেফিন জানান, ইউজিসির নির্দেশ অমান্য করে অননুমোদিতভাবে ক্যাম্পাস পরিচালনা করে ৬টি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে রয়েছে-

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
রাজধানিতেই ৫টি স্থানে অননুমোদিতভাবে ক্যাম্পাস পরিচালনা করছে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
১. বাড়ী নং- ৭৭, রোড নং- ১৯, সেক্টর- ১১, উত্তরা
২. বাড়ী নং- ০৫, রোড, নং- ০৩, সেক্টর- ০৬, উত্তরা
৩. এআরএ সেন্টার- ৬৯/ই, বীরউত্তম কাজী নূরুজ্জামান রোড, পান্থপথ, ঢাকা
৪. ৫৩/১, পুরানা পল্টন, লেন, ঢাকা
৫. ক্যাপিটাল টাওয়ার, মিরপুর রোড, মিরপুর-১, ঢাকা।

দি পিপলস্ ইউনিভার্সিটি অব বাংলাদেশ
এই বিশ্ববিদ্যালয়ের রাজধানীতে দুটি অননুমোদিত ক্যাম্পাস রয়েছে।
১. চ-৭৫/খ, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২
২. আল রাজি কমপ্লেক্স, দিগন্ত টিভি ভবন, ১৬৬/১৬৭ পুরানা পল্টন, ঢাকা।

আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়
এই বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রামের বহদ্দারহাটের মহিলা শাখা অননুমোদিত ক্যাম্পাস।

শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি
রাজধানীতে বাড়ী নং- ০৪, মিরপুর রোড, দক্ষিণ কল্যাণপুর, ঢাকা এই ঠিকানায় অননুমোদিত ক্যাম্পাস পরিচালনা করছে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অভ ক্রিয়েটিভ টেকনোলজি বিশ্ববিদ্যালয়।

নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ
১. ২৪, মিরপুর রোড (ঢাকা কলেজের বিপরীতে), গ্লোব সেন্টার, ঢাকা-১২০৫
২. ৯৩, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।

সাউদার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশ
১. বয়রা, খুলনা
২. মজমপুর, কুষ্টিয়া
৩. সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা
৪. কারমাইকেল কলেজ রোড, লালবাগ, রংপুর।

এদিকে সরকার বন্ধ করে দিলেও আদালতের স্থগিতাদেশ নিয়ে পরিচালিত হচ্ছে দুটি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে একটি-

আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি
এই বিশ্ববিদ্যালয়টি ৫৪/১, প্রগতি স্মরণী, বারিধারা-নদ্দা, ঢাকা এই ঠিকানায় ক্যাম্পাস ব্যতীত উচ্চ আদালতের রায় অনুযায়ী অননুমোদিত অন্যান্য অবৈধ ক্যাম্পাস উচ্ছেদ করার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসককে চিঠি দিয়ে জানানো হয়েছে। শুধু রাজধানিতেই অননুমোদিত ও উচ্ছেদযোগ্য ক্যাম্পাস রয়েছে ১৩টি। রাজধানীর বাইরে রয়েছে ৩টি। এর বাইরেও অজানা অবৈধ ক্যাম্পাস থাকতে পারে বলেও আশঙ্কা রয়েছে ইউজিসির।

ঢাকায় ১৩টি অননুমোদিত ও উচ্ছেদযোগ্য ক্যাম্পাস হলো-
১. ৯৫, বি টি আই ভবন, ফার্মগেট
২. ৭১/সি, আসাদ এভিনিউ
৩. ১০৭/১, বক্স কালভার্ট রোড, নয়াপল্টন
৪. ৭৪৩, সাত মসজিদ রোড, ধানমন্ডি
৫. ১৫৯/ডি, তেজগাঁও শিল্প এলাকা
৬. মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড
৭. ৫/এফ জি এইচ, দারুস সালাম রোড, সংগীতা ভবন, মিরপুর-১
৮. বাড়ী- ১৩, রোড- ৩৫, সেক্টর- ৭, উত্তরা
৯. ৮৩/৩/এ, জনী টাওয়ার যাত্রাবাড়ি চৌরাস্তা
১০. রোজিডেল, বাড়ি- ১, রোড- ৪, গুলশান বাড্ডা লিংক রোড
১১. বাড়ি- ১১৩, রোড- ৪, ব্লক-বি, বনানী
১২. ১, জনসন রোড, রায় সাহেব বাজার
১৩. ৫৭১, পূর্ব কাজীপাড়া, মিরপুর

ঢাকার বাইরের অবৈধ ক্যাম্পাস
১. ডানা প্লাজা, চৌরাস্তা, গাজীপুর
২. তিন মাথা, রেলগেট, বগুড়া
৩. ১৪৫, নাটোর রোড, তালাইমারি, রাজশাহী।

কুইন্স ইউনিভার্সিটি
রাজধানীর বনানীতে একটি অননুমোদিত ও উচ্ছেদযোগ্য ক্যাম্পাস রয়েছে কুইন্স ইউনিভার্সিটির। যার ঠিকানা বাড়ী-৪৩/ই, রোড ১৭/এ, বনানী, ঢাকা।

এদিকে ৪টি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ নিয়ে দ্বন্দ্ব এবং পরস্পরের বিরুদ্ধে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, ইবাইস ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চট্টগ্রাম।