কাঠ কেঁটে তা পাচার

দৈনিকবার্তা-ভোলা, ১০ ফেব্রুয়ারি: ভোলার মনপুরার মেঘনায় বাইশ্যার চর এলাকা থেকে দু’টি ইঞ্জিন চালিত ট্রলারসহ ৭শ’ ঘণফুট কেওড়া কাঠ জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাতে এসব কাঠ জব্দ করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. খালিদ জানান, মঙ্গলবার দিবাগত রাতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল নদীতে নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় বাইশ্যার চর এলাকায় কাঠ বোঝাই দু’টি ট্রলার দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা ট্রলার দু’টো আটক করে। ট্রলারে থাকা ৭শ’ ঘণফুট কেওড়া কাঠ জব্দ করা হয়।

তিনি আরো জানান, একদল পাচারকারী চক্র সংরক্ষিত বনাঞ্চল থেকে কাঠ কেঁটে তা পাচার করছিল। জব্দ করা কাঠ ও ট্রলার মনপুরা থানায় হস্থান্ত করা হয়েছে। তবে এ সময় কোনো পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি।