জাতীয় বিশ্ববিদ্যালয়ের

দৈনিকবার্তা-ঢাকা, ২২ এপ্রিল: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের ২য় বর্ষ সম্মান পরীক্ষা সারাদেশের ১৭১টি কেন্দ্রে একযোগে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।পূর্বঘোষিত সময়সূচী অনুযায়ী বুধবার সকাল ৯ টা থেকে পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা শুরু হয়। এই পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ২৫ হাজার ৫ জন।জাবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ টঙ্গী সরকারী কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রক্টর ছিলেন।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় উপাচার্য শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তাসহ সংশি¬ষ্ট সকলকে ধন্যবাদ জানান।উলে¬খ্য বিগত তিন মাস ধরে ক্রমাগত হরতাল-অবরোধের কারণে এ পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষার সময়সূচি বারবার পরিবর্তন করতে হয়। তাই শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে কোনো অবস্থায় ছুটির দিনসহ পরীক্ষা অনুষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেভাবেই এখন থেকে সকল পরীক্ষা ঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।