R U Lig Crime News 10-6-15

দৈনিকবার্তা-রাজশাহী, ১০ জুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণশিল্পী সংস্থার সাবেক সভাপতি বাসুদেব রায়কে পিটিয়ে আহত করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন কর্মী। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেটের সিলসিলা রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। আহত বাসুদেব রায় বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, এদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেটের সিলসিলা রেস্টুরেন্টের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন ছাত্রলীগকর্মী সজীবসহ কয়েক কর্মীরা। সেখানের পাশেই বিশ্ববিদ্যালয় গণশিল্পী সংস্থার কার্যালয়ে অন্য কর্মীদের সঙ্গে ছিলেন বাসুদেব রায়। বাসুদেব তার কার্যালয়ের জানালা খুললে গেলে পাশেই বসে থাকা সজীবের গায়ে জানালার ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হন ছাত্রলীগ কর্মী সজীব। এ ঘটনার জেরে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এর এক পর্যায়ে ছাত্রলীগের কর্মীরা বাসুদেবকে বেধড়ক মারধর করে। পরে গণশিল্পী সংস্থার কর্মীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়।

রামেক হাসপাতালের চিকিৎসক সূত্রে জানা গেছে, বাসুদেবের দুই পায়ের হাটুর নিচের দিকে জখমের চিহ্ন রয়েছে। তবে আঘাতগুলো খুব গুরুতর নয়। অল্পদিনের চিকিৎসায় তা সেরে উঠবে। এ ব্যাপারে জানতে ছাত্রলীগকর্মী সজীবে মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া গেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।