A militant group affiliated to Islamic State in Egypt, Sinai Province, said in a statement it had brought down the plane

দৈনিকবার্তা-আল হাসানা (মিশর), ২ নভেম্বর ২০১৫: মিশরের উদ্ধারকারী দল রোববার তাদের উদ্ধার অভিযান এলাকার আরো বিস্তার ঘটিয়েছে। সিনাইতে বিধ্বস্ত হওয়া রুশ বিমান আরোহীদের লাশ উদ্ধারে তারা ব্যাপক এলাকা জুড়ে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নিয়েছে। দুর্ঘটনার একদিন পর আট বর্গকিলোমিটার এলাকা জুড়ে লাশ খুঁজে পাওয়ায় উদ্ধার এলাকা বিস্তৃত করার সিদ্ধান্ত নেয়া হয়।  উদ্ধার কাজে জড়িত একজন সামরিক কর্মকর্তা বলেন, বিমানের ২২৪ আরোহীর মধ্যে ১৬৩টি লাশ উদ্ধার করা হয়েছে। এয়ারবাস ৩২১ লোহিত সাগর অবকাশ কেন্দ্রের বীচ থেকে উড্ডয়নের পর বিধবস্ত হয়। বিমানের ২২৪ আরোহীর মধ্যে সাত জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে ২১৪ জন রুশ ও তিনজন ইউক্রেনীয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, ১৫ বর্গকিলোমিটার এলাকা জুড়ে উদ্ধার তৎপরতা চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মিশরের সরকারি বার্তা সংস্থা মিনা জানায়, রাশিয়ার তদন্তকারীরা ইতোমধ্যে কায়রো পৌঁছেছেন। তাদেরকে সিনাই উপদ্বীপের বিধ্বস্ত এলাকায় যাওয়ার সুযোগ দেয়া হবে। এদিকে উদ্ধারকারী দল বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করেছে। সরকার বলছে, দুর্ঘটনার কারণ চিহ্নিত করতে ব্ল্যাক বক্স পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে।