094759Fari_Simuliya

দৈনিকবার্তা-(মুন্সীগঞ্জ), ২৬ জানুয়ারি ২০১৬: ঘন কুয়াশার কারণে শিমুলিয়া কাওড়াকান্দি নৌরুটে দীর্ঘ ৩ঘন্টা ফেরীসহ সকল নৌযান চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার ভোর থেকে পুরো নৌরুটে ঘন কুয়াশায় ঢাকা পড়ে গেলে ফেরীসহ সকল নৌযান চলাচল বন্ধ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ঘন কুয়াশার মধ্যে ফুললোড অবস্থায় প্রায় দুই শতাধিক যানবাহন ও বিপুল যাত্রীসহ মাঝনদীতে নোঙরে থাকে রো রো ফেরী আমানত শাহ ,শাহ আলী,যমুনা,লেংটিং ,কাকলীসহ মোট ৬টি ফেরী।এ সময় একই অবস্থায় শিমুলিয়া ঘাটের পন্টুনে ফেরী রামশ্রী ও কুসুমকলিসহ ২টি ফেরী পন্টুনে ভেড়ানো থাকে।এছাড়া কাওড়াকান্দি ঘাটে ১টি ফেরী ভেড়ানো থাকে।

এ সময় প্রচন্ড শীতের মধ্যে মধ্যনদীতে থাকা ফেরীযাত্রীসহ ফেরীঘাটে আটকে পড়া যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। একপর্যায়ে কুয়াশা কেটে গেলে সকাল ১০টার পর পুনরায় নৌরুটে ফেরী চলাচল শুরু হয়। এদিকে ঘন কুয়াশায় নৌরুটে দীর্ঘ ৫ঘন্টা ফেরী চলাচল বন্ধ থাকায় সকালে শিমুলিয়া ঘাটে যাত্রীবাহী বাস ,প্রাইভেট কার,মাইক্রো,ও মালবাহী ট্রাকসহ প্রায় দেড় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় থাকতে হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত বেলা সাড়ে ৯টায় শিমুলিয়া ঘাটে প্রায় শতাধিক যানবাহন পারপারের অপেক্ষায় ছিল বলে দেখা যায়।বিআইডব্লি¬উটিসির অফিসার মোঃ খালিদ নেওয়াজ জানান,ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত নৌরুটের পদ্মা অববাহিকার বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে।এ সময় ফেরী চালকেরা নৌরুটের ১ফুট অদূরেও দিক -মার্কা ও সিগন্যাল বীকন বাতি নির্ণয় করতে পারছিল না।তাই দুর্ঘটনা এড়াতে বাধ্য হয়ে ফেরী চালকেরা নৌরুটে ফেরী চলাচল বন্ধ রাখে।