পশ্চিম টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

কোমলমতি শিশুদের স্বাস্থ্য ও পুস্টির জন্য সরকাদের দেয়া বিস্কুট টানানো হচ্ছে ওই শিশুদের দিয়ে। পশ্চিম টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের বড় বড় বিস্কুটের কার্টন টানানো হয়েছে। অবস্থাদৃষ্টে মনে হয়েছে এ ছোট্ট শিশুরা শিক্ষার্থী নয়; যেন লেবার। শ্রমজীবীর কাজ করছে। বেসরকারি উন্নয়ন সংস্থা মুসলিম এইড বাংলাদেশ কলাপাড়ার প্রত্যেকটি বিদ্যালয়ে বিস্কুট সরবরাহের কথা।

কিন্তু সুযোগ পেলেই লেবার খরচ বাচাতে কোমলমতি শিশুদের দিয়ে মাথায় করে টানানো হচ্ছে বিস্কুটের প্যাকেট। তিনদিন আগে পশ্চিম টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমন দৃশ্য স্থানীয় মানুষকে প্রশ্নবিদ্ধ করেছে। তাদের প্রশ্ন একদিকে অমানবিক কাজ। অপরদিকে ক্লাশ বন্ধ করে বিস্কুটের কার্টন টানানো হচ্ছে। ওই বিদ্যালয়ের শিক্ষকরাও বিষয়টিকে আমলে নেয়নি। অমানবিক এ কাজ করা আদৌ ঠিক হয়েছে কি না তা শিক্ষকরা ভাবেন নি। ভাবেননি সংশ্লিষ্ট এনজিও প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা। এব্যাপারে মুসলিম এইডের ফিল্ড মনিটর মোসাম্মৎ শাহনাজ জানান, সংশ্লিষ্ট স্কুলে বিস্কুট পৌছে দেয়ার জন্য লেবার খরচ পর্যন্ত দেয়া হয়, তারপরও কে একাজটি কেন করা হয়েছে তা তদন্ত করে দেখছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আরিফুজ্জামান জানান, বিষয়টি তিনি দেখবেন। তবে ওই স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।