margaritaঅলিম্পিকের রিদমিক জিমন্যাস্টিক ইভেন্টে স্বর্ণ পদক জয় করা ‘বাংলার বাঘিনী’ মার্গারিটা মামুনের বাবা আবদুল্লাহ আল মামুন ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি ওয়ইন্নালিল্লাহির রাজিউন)। শুক্রবার (২৬ আগস্ট) রাশিয়াতে নিজ বাসভবনে তিনি মারা যান। রাজশাহীর দুর্গাপুরের ক্ষিদ্র কাশিপুরে তার গ্রামের বাড়ি। আবদুল্লাহ আল মামুনের ভাগনে কলেজ শিক্ষক শামসুজ্জোহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাশিয়াতে জটিল অসুস্থতার বিষয়ে প্রকাশে কিছুটা বিধি-নিষেধ রয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে জানা ছিল তিনি ভীষণ অসুস্থ, দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছিল। মূলত ক্যান্সার, কিডনি সমস্যা ছিল।
এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, অলিম্পিকে স্বর্ণজয়ী মার্গারিটা মামুনের বাবা, আব্দুল্লাহ আল মামুন ভাই আজকে বাংলাদেশ সময় বিকেলে ইন্তেকাল করেছেন। তিনি ক্যান্সারে ভুগছিলেন এবং চিকিৎসাকালীন সময় দুই সপ্তাহ আগে তার হার্ট অ্যাটাক হয়। মস্কোর সবচেয়ে বড় মসজিদে তার নামাজে জানাজা হয় এবং সেখানেই দাফন করা হচ্ছে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।