বগুড়ায় তরুনী ও তার মা’কে নির্যাতন মামলায় মঙ্গলবার নাপিত জীবন আদালতে স্বীকারেক্তিমুলক জীবনবন্দী দিয়েছে। এছাড়া ধর্ষক তুফান ও তার সহযোগী মুন্না ২দিনের এবং তুফানের স্ত্রী আশা ও শ্বাশুড়ি রুমিখাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ১ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।বিকালে এই মামলায় মোট ৯ জনকে বগুড়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এর মধ্যে তুফানকে ৩ দিনের এবং অপর ৬ জন ২ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা, ধর্ষক তুফান সরকার সহ ৪ জনের ৭ দিনের রিমান্ড আবেদন করে।

আদালতে আলোচিত এই মামলায় অভিযুক্তদের হাজির করার খবরে আদালতের চারপাশে কয়েক শ উৎসুক লোকজন ভীড় করে। গোটা আদালত চত্বর এলাকায় পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়।এদিকে ধর্ষক তুফান সরকারের ভাই নানা সন্ত্রাসে অভিযুক্ত মতিন সরকার যুবলীগ থেকে বহিস্কার হওয়ার পর সে গা ঢাকা দিয়েছে। পুলিশ সুপার আসাদুজ্জামান জানিয়েছেন, তার বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।