ক্রীড়া প্রতিবেদক :
বাংলাদেশের জাতীয় ক্রিকেটের পাইপ লাইনের প্রধান সরবরাহটা মুলত স্কুল ক্রিকেট থেকেই আসা উচিত। কিন্তু সেটা হচ্ছে না। যাতে করে স্কুল ক্রিকেট থেকেই পাইপ লাইনে সরবরাহটা আসে সেদিকে এবার নতুন করে দৃষ্টি দিয়েছে ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৫ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু করতে চলেছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২২। নতুন এ আসরে অংশ নেবে মোট ৬৪টি জেলার ৩৪৮টি স্কুল। আর জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে মোট ৫৮১টি ম্যাচ। জেলা চ্যাম্পিয়নদের অংশগ্রহণে হবে বিভাগীয় রাউন্ড, সেখঅনে হবে মোট ৫৭টি ম্যাচ।
এরপর ৭টি বিভাগ ও ঢাকা মেট্রো চ্যাম্পিয়নদেও নিয়ে অনুষ্ঠিত হবে ন্যাশনাল রাউন্ড। সব মিলিয়ে দেশের নানা প্রান্তে অনুষ্ঠিত হবে ৬৫৩টি ম্যাচ। এ প্রসঙ্গেই আনুষ্ঠানিক ঘোষণা দিতেই আজ দুপুরে মিরপুরে বিসিবি কর্তারা আর প্রাইম ব্যাংকের এমডি সংবাদ সম্মেলনে উপস্থিন হন।
রোববার মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশীদ, বিসিবি পরিচালক ওবেদ রশিদ নিজাম ও বিসিবি সিইও নিজামউদ্দিন সুজন স্কুল ক্রিকেটের নতুন লোগো উন্মোচন করলেন।
সংবাদ সম্মেলনে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশীদ বলেন, ‘আমরা এর আগেও ৬ বছর টানা বিসিবির সঙ্গে স্কুল ক্রিকেটে চুক্তিবদ্ধ ছিলাম। কিন্তু ২০২১ সালে করোনো মহামারির কারণে আয়োজন সম্ভব হয়নি। এবার নতুন করে বিসিবির সাথে ৪ বছরের চুক্তি হয়েছে।’
এছাড়া বিসিবি পরিচালক ওবেদ রশিদ নিজাম সাংবাদিকদের জানান, ‘এবারের আসর ভিন্ন রকম হবে। আমরা নতুন করে অনেক কিছু যোগ করেছি। এবারের আসরে ৩৪৮টি স্কুলের ৭ হাজার ক্রিকেটারের ডাটা বেজ তৈরি করা হবে। যা পরে আসর গুলোতে কাজে আসবে। টুর্নামেন্ট শেষ হবার আগে জাতীয় নির্বাচকরা ম্যাচ দেথে ১৫ জন ক্রিকেটার নির্বাচন করবে। এই ১৫ জনকে নিয়ে বিসিবি স্কলারশি প্রোগ্রাম আয়োজন কবে। এই ১৫ জনক নিয়ে বিসিবি ওডিআই, টি২০ ও টেস্ট ক্রিকেটের অনুশীলন করানোর পরিকল্পনা করেছে।’
তিনি আরো বরেন, ‘২০২০ আইসিসি অনুর্ধ্ব বিশ্ব কাপে বাংলাদেশ দলের হয়ে খেলা শাহাদাত হোসেন দিপু, অভিষেক দাস,রাকিবুল হাসান ও মৃত্যঞ্জয় চৌধুরী স্কুল ক্রিকেট থেকেই উঠে এসেছে।’