ক্রীড়া প্রতিবেদক :
ডারবান টেস্টের ১ম ইনিংস লড়ছে ওপেনার জয় আর মিডল অর্ডারে নামা লিটন দাস। আগের দিন স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ৩৬৭ রানের জবাবে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ ৯৮/৪!
প্রচন্ড চাপে থেকে হোটেলে ফিরে যাওয়া টাইগার বাহিনী আজ টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে নামে। আগের দিন ৪৪ রানে থাকা ওপেনার জয় লাঞ্চে যাবার আগে ৮০ রানে অপরাজিত। অন্যদিকে সকালেই তাসকিনের উইকেট হারায় বাংলাদেশ।
এরপরই জয়-লিটনের জুটির লড়াই শুরু। লাঞ্চ পর্যন্ত বাংলাদেশ সংগ্রহ করেছে ৫ উইকেটে ১৮৩ রান আর এখনও ১৮৪ রান জমা করতে হবে।
ক্যারিয়ারের ৩য় টেস্ট খেলতে নামা ওপেনার জয় ১ম টেস্ট সেঞ্চুরির দরজায় দাঁড়িয়ে আছেন (৮০ রান)। অপর দিকে লিটন ৩০ম টেস্ট ম্যাচে ১২তম ফিফটির অপেক্ষায় ৪১ রানে অপরাজিত।কিন্তু লাঞ্চের পর নেমেই ৪১ রানে থাকা লিটন বোল্ড হয়ে চাপ বাড়িয়ে দিলেন। এখন টাইগার ড্রেসিং রুমে ইয়াসির আলী ও মেহেদী হাসান মিরাজ ব্যাট করার অপেক্ষায় রয়েছেন।