ক্রীড়া প্রতিবেদক :

বর্তমান টেস্ট দলে মুশফিক আর মমিনুল ছাড়া অভিজ্ঞ বলতে কেবল মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাসের নামটাই উল্লেখযোগ্য। দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের অভিজ্ঞতা মনে রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবি নতুন ভাবে ভাবছে।

সাকিব আর মাহমুদুল্লাহ রিয়াদকে দলে ফেরাতে চেস্টা চালাচ্ছে বিসিবি। তবে ওপেনার তারকা ব্যাটসম্যান তামিম ইকবোলের বিষয়টি আলাদা। তিনি টেস্ট না খেলার কথা আগেই জানিয়ে রেখেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। তাই তামিমের হিসাবটা বিসিবি তালিকায় রাখেনি বলেই জানা গেছে।

বিসিবি চাইছে ৫৯ টেস্ট খেলা সাকিব আর ৫০ টেস্ট খেলা মাহমুদুল্লাৎহ রিয়াদের অভিজ্ঞতা লঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে কাজে লাগবে। কারণ দক্ষিণ আফ্রিকা সিরিজে দেখা গেছে মুশফিক আর মমিনুল আউট হলে গেলে পরের দিকে আর কোন অভিজ্ঞ স্বীকৃত ব্যাটসম্যান নেই যে ব্যাটিংয়ের হাল ধরবে।

যদি সাকিব-রিয়াদ টেস্ট দলে ফেরন তাহলে সেই চিন্তাটা দূর হয়ে যাবে। মুশফিক-মমিনুলের উপর ভর দিয়ে তাকিয়ে থাকতে হবে না। সাকিব-রিয়াদের সার্ভিসটা পাওয়া যাবে।

বিসিবির তিন নির্বাচ আর সভাপতি এই দুই তারকার সঙ্গে ঈদের আগেই আলোচনায় বসবেন বলে একটি সূত্র থেকে জানা গেছে।