বিনোদন ডেস্ক :

ইউক্রেনে রুশ হামলার বিরোধিতা করেছেন বিশ্বের বহু তারকাই। এমনকী অস্কার ২০২২-র মঞ্চে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গও ওঠে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে ঊর্ধ্বমুখী নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। খাবার থেকে জ্বালানি সবকিছুর মূল্যবৃদ্ধিতে বিপন্ন পরিস্থিতি ইউক্রেনে। এই কঠিন সময়ে আরও অসহায় হয়ে পড়ছেন উদ্বাস্তুরা। সকলের মনে একটাই প্রশ্ন, কবে থামবে এই যুদ্ধ! এমন অসহায় মুহূর্তে মুখে কুলুপ এঁটে থাকতে পারলেন না অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায়, বিশ্ব নেতাদের সাহায্যের আর্জি জানালেন তিনি।

ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। যেখানে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে তাঁকে দুশ্চিন্তা প্রকাশ করতেই দেখা গেছে। এই যুদ্ধের কারণে পূর্ব ইউরোপে বাড়ছে উদ্বাস্তুদের সমস্যা। এই পরিস্থিতিতে যেন বিশ্বের নেতারা মানবিক আচরণ করেন। ভিডিও বার্তায় প্রিয়াঙ্কার স্পষ্ট বক্তব্য, ‘বিশ্বের সকল নেতার কাছে আমার একটাই আর্জি, এই মুহূর্তে আপনারা উদ্বাস্তুদের পাশে থাকুন। তাঁদের প্রতি মানবিক আচরণ করুন। উদ্বাস্তুদের সমর্থনে যে সকল কর্মীরা কাজ করেন এবং উকিলদের আহ্বানে আমাদের সাড়া দিতে হবে। এমন পরিস্থিতিতে চুপচাপ দাঁড়িয়ে থাকা যায় না।’

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছিল রাশিয়া। ছবির মতো সুন্দর দেশের রূপটাই একমুহূর্তে বদলে গিয়েছে। তছনছ হয়ে গিয়েছে একাধিক শহর। হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। বহু মানুষ ইউক্রেন ছেড়ে অন্যান্য দেশেও পাড়ি দিয়েছেন। যুদ্ধ থামার অপেক্ষায় যখন লক্ষ লক্ষ সাধারণ মানুষ, তখন উদ্বাস্তুদের সমস্যা নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা।