ঘরের মাটিতে দ্বিতীয় বারের মতো বাংলাদেশ রোলবল বিশ্বকাপের আয়োজক হতে চলেছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে স্বাগতিক হিসেবে বাংলাদেশ রোলবল আয়োজন করবে বলে জানা গেছে।

বাংলাদেশ প্রথম বার ২০১৭ সালে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে রোলবল বিশ্বকাপ আয়োজন করেছিল। এরপর অর্ধ যুগ কেচে গেছে, টানা ছয় বছর পেরিয়ে যাবার পর দ্বিতীয়বারের সুযোগ হাতে পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় বারের মতো বিশ্বকাপের স্বাগতিক হলো বাংলাদেশ।

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আসিফুল হাসান বলেন, আমরা পুনরায় বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছি। ফেব্রুয়ারি মাসে বিশ্বকাপের সময়সূচি ঠিক হলেও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। আমরা চাই গতবারের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিশ্বকাপেরও উদ্বোধনে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সময় নিয়ে আমরা সেভাবে টুর্নামেন্টের সময়সূচি তৈরি করব।’

২০১৭ সালের আসরের চেয়ে এবার ২০২৩ সালের আসরটির আকার অনেকটা বেড়েছে। গত আসরে ৩৯ দেশ অংশ নিলেও এবার খেলবে ৫০ দেশ। পুরুষ ও নারী দুই বিভাগে অনুষ্ঠিত হবে খেলা। এর সঙ্গে আগের চেয়ে খেলোয়াড় সংখ্যাও বাড়বে কয়েকশ। গত আসরে শুধু শেখ রাসেল রোলার স্কেটিংয়ে টুর্নামেন্ট হয়েছিল। এবার তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। রোলার স্কেটিংয়ের পাশে হ্যান্ডবল স্টেডিয়াম ও মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামেও খেলা হবে।