অফ স্পিনার সোহাগ গাজী

দৈনিকবার্তা- ঢাকা, ৭ ফেব্রুয়ারি: অবৈধ বোলিং এ্যাকশনের অভিযোগ থেকে মুক্তি পেলেন অফ স্পিনার সোহাগ গাজী৷ কেবলমাত্র গাজী নন পাকিসত্মান তারকা সাঈদ আজমলও অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন৷ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল শনিবার উভয়ের বোলিং এ্যাকশন বৈধ বলে স্বীকৃতি দিয়েছে৷সন্দেহজনক অবৈধ বোলিং এ্যাকশনের কারনে উভয় অফ স্পিনারের বিরম্নদ্ধে গত আগস্টে রিপোর্ট করা হয় এবং প্রাথমিক পরীৰায় উভয়েই ব্যর্থ হন৷
তবে এ্যাকশন শুধরানো এবং পুনঃপরীৰায় উত্তীর্ণ হওয়ার পর এখন দু’জনই আনত্মর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন বলে জানিয়েছে আইসিসি৷
আইসিসির পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে,’ পুনঃপরীক্ষার পর দেখা গেছে উভয় অফ স্পিনারের সকল ডেলিভারিই আইসিসির নিয়মানুযায়ী ১৫ ডিগ্রির মধ্যে রয়েছে৷আইসিসির নিয়মানুসারে কোন বোলার বোলিং করার সময় তার বাহু সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যনত্ম বাঁকা করতে পারবেন৷
দুই বোলারের বোলিং এ্যাকশন সন্দেহজনক মনে হলে আম্পায়াররা এখনো তাদের বিরম্নদ্ধে রিপোর্ট করতে পারবে বলে জানিয়েছে আইসিসি৷বিবৃতিতে আরো বলা হয়, ‘আম্পয়ারদের সাহায্যার্থে তাদেরকে উভয় বোলারের শুধরানো বোলিং এ্যাকশনের ভিডিও ফুটেজ সরবরাহ করা হয়েছে৷
গত ২৪ জানুয়ারি ভারতের চেন্নাইস্থ রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুই বোলারের পুনঃপরীক্ষা অনুষ্ঠিত হয়৷
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগে আইসিসির কাছ থেকে এমন সিদ্ধানত্ম এলো৷
অবৈধ বোলিং এ্যাকশনের কারণে বাংলাদেশের বিশ্বকাপ দলে রাখা হয়নি গাজিকে৷ আর একই কারণে নিষিদ্ধ হয়ে ইতোমধ্যেই পাকিসত্মানের বিশ্বকাপ দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন আজমল৷