There were just four cases two weeks ago but the total number of infections is now 87-DoinikBarta

দৈনিকবার্তা-সউিল, ১৫ জুন ২০১৫: দক্ষণি কোরয়িায় র্মাস ভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনরে মৃত্যু হয়ছে।  এনয়িে র্মাস ভাইরাসে আক্রান্ত দশেটতিে মোট ১৬ জনরে প্রাণহানি ঘটলো। এদকিে সখোনে র্মাস ভাইসরাসে নতুন করে আরো পাঁচজন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গছে।  এনয়িে দশেটতিে এ ভাইরাসরে কারণে ৫ হাজার ২শ’ জনরে বশেী লোককে আলাদা করে রাখা হয়ছে।  এতে সকলরে মধ্যে এক ধরণরে আতংক বরিাজ করছ। র্মাস ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৮ বছর বয়সী এক ব্যক্তি মারা যাওয়ায় এ ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা বড়েে ১৬ জনে দাঁড়ালো। উল্লখ্যে, প্রায় এক মাস আগে দক্ষণি কোরয়িায় র্মাস ভাইরাস ছড়য়িে পড়। স্বাস্থ্য মন্ত্রণালয়রে এক ববিৃততিে বলা হয়, র্মাস ভাইরাসে আক্রান্ত হয়ে র্সবশষে মারা যাওয়া ব্যক্তরি ডায়াবটেসি ছলি।

ওই ববিৃততিে বলা হয়, এনয়িে র্মাস ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বড়েে মোট ১৫০ জনে দাঁড়ালো। এদরে মধ্যে ১৬ জনরে মৃত্যু হয়ছে।ে এতে আরো বলা হয়, র্বতমানে র্মাস ভাইরাসে আক্রান্ত রোগীদরে মধ্যে ১৭ জনরে অবস্থা আশংকাজনক। দক্ষণি কোরয়িার রাজধানী সউিলরে প্রায় ১৪০ কলিোমটিার দক্ষণিরে সউিল ও দায়জিওিনসহ বভিন্নি নগরীর হাসপাতালে নতুন করে আরো পাঁচজনরে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গছে।ে আক্রান্ত এসব রোগীর বয়স ৩৯ থকেে ৮৪ বছররে মধ্য।ে এদকিে বশ্বি স্বাস্থ্য সংস্থা জানায়, এখন র্পযন্ত র্মাস ভাইরাসরে কোন প্রতষিধেক আবস্কিার হয়ন।ি এ ভাইরাসে মৃত্যুর হার ৩৫ শতাংশ।
https://youtu.be/PzecOZe-ztY