নিষেধাজ্ঞা অমান্য করে অভিনব কায়দায় মা ইলিশ ক্রয় করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার সময় ৪ মণ ইলিশসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আজ পাবনার আমিনপুর থানার ঢালারচর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। সুজানগর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বলেন, পাবনার পদ্মা ও যমুনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনার অংশ হিসেবে আজ সকালে ঢালারচর থেকে ইলিশ ক্রয় করে অ্যাম্বুলেন্সে করে পরিবহন কালে প্রায় ৪ মণ মাছ, ১টি অ্যাম্বুলেন্স জব্দসহ ৪জনকে আটক করা হয়। পরে তাদের আমিনপুর থানায় একটি মামলার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। আটককৃত ইলিশ মাছ একটি এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, শুক্রবার রাতে সুজানগর থানা এলাকার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৯০ হাজার মিটার কারেন্ট জাল, এক মণ ইলিশ মাছ ও ৮ জেলেকে আটক করা হয়েছে। অপরদিকে একই রাতে আমিনপুর থানা পুলিশ যমুনা নদীতে অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার কারেন্ট জাল, ১ শত ৪০ কেজি ইলিশ ও এক জেলেকে আটক করা হয়েছে। পরে জালগুলো জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।