টাঙ্গাইলে যুবদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে অবাঞ্চিত ঘোষণা ও তার কূশপুত্তলিকা দাহ করা হয়েছে। সোমবার দুপুরে টাঙ্গাইল স্থানীয় শহীদ স্মৃতি পৌরউদ্যানে বিভিন্ন এলাকা থেকে পদ বঞ্চিত নেতা কর্মীরা এসে সমবেত হয়। পরে টুকুর কূশপুত্তলিকা নিয়ে বিক্ষোভ মিছিটি বের হবার সময় পুলিশি বাধায় মুখে পরে নেতা কর্মীরা। পুলিশি বাধায় পরে পৌর উদ্যানে পথসভার আয়োজন করে ও বিক্ষুব্ধ নেতা কর্মীরা টুকুর কূশপুত্তলিকা দাহ করে। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির বহিস্কৃত সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, জেলা যুবদলের সভাপতি খনদকার আহমেদুল হক সাতিল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম বাবুসহ যুবদলের নেতৃ বৃন্দ।

উল্লেখ্য, চলতি মাসের ১ জুন টাঙ্গাইল জেলা যুবদলের ৮১ বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে আহবায়ক করা হয় আরশাফ পাহেলী, সিনিয়র আহবায়ক খন্দকার রাসেদুল আলম রাশেদ ও সদস্য সচিব করা হয় মাসুদ তালুকদারকে। এ কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছরিয়ে পরলে পদবঞ্চিত নেতা কর্মিরা সোমবার দুপুরে কেন্দ্রীয় কমিটি যুবদলের সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে টাঙ্গাইলে অবাঞ্চিত ঘোষনা করে ও কূশপুত্তলিকা দাহ করে। টাঙ্গাইল যুবদলের কমিটি অনুমোদন দেয় ঢাকা যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাফুর রহমান নিরব ও সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।