ছায়া””””

সব কেমন যেনো এলোমেলো,
নিজের ছায়াও যেনো ভিন্ন দিকে মোড় নিচ্ছে।
জীবনের শুরুটা ছিলো গোছানো,পরিপাটি,
বাবার ছায়া,মায়ের‍ যত্নে,
ভিষন ভালো একটা শুরু ছিলো জীবনে।
ভাগ্য দোষেই হোক,বা কর্ম দোষে,
কেমন যেনো এক ঘূর্ণিপাকে পড়ে আছি।
একটু আশার আলো দেখলেই
ছুটে যাই তার পানে।
কিন্তু সেতো মরিচীকা,
দূর থেকে শুধু তার রূপালি চ্ছটা দেখা যায়,
কাছে গেলেই সে এক ধুষর,উষ্ণ মরুভূমি।
একটা শীতল ছায়ার বড়ই প্রয়োজন।
যাকে ছায়া ভেবেছি,আসলে সে নিজেই আশ্রয় হীন।
মানসিক দারিদ্রতা তার নিজস্ব ছায়াকে নষ্ট করেছে।
আমাকে আর সে কতটুকু শীতল করবে।
উষ্ণতা তো সবাই চায়,
কজন পারে শীতল ছায়া অনুভব করতে?
এখানেই হয় তো আর সবার চাইতে আমি ব্যাতিক্রম।
ভাবছো নিজেকে নিয়ে গর্ব করছি?
আসলে কিন্তু তা নয়।
আসলে নিজের এই ব্যাতিক্রম চাওয়াকে
একটু স্বীকৃতি দিতে চাই মাত্র।
পাবোনা জেনেও,
এই তৃষ্ণার্ত মনের চাওয়াকে প্রশ্রয় দিয়েই চলছি।
হয়তো বোকামী,
তবুও শীতল হতে চাই আমার কাংখিত শীতল ছায়ায়।

– তানিয়া তাজ