অনুরুদ্ধ এই মহাশূন্য

আমাকে অন্ধকারে ডুবতে দাও
ঐ আলোর মিছিলে ডেকনা আমায়
আমি ঝলসে যাবো
চারোদিকে দাউ দাউ করে ঝলছে আলোর মিছিল
আমাকে ডেকোনা সেঁথায়
আমি ঝলসে যাবো………

আদি হতে অনন্তকাল অনুরুদ্ধ এই মহাশূন্যে
নৃত্যময়ী নাটকীয়তার অবরুদ্ধ অসারত্ব
বাহুবলে বলীয়ান যত্রতত্র অনাবৃত অনাবাদ
জীবন্মৃত প্রান দহনে কেনো করো দান!
কারারুদ্ধ হে আগন্তুক!
তুমি জীবন্মৃত প্রান দহনে করো দান…….
আমায় ডেকনা সেঁথায়
আমি ঝলসে যাবো……..

বহুকালব্যাপী কলুষিত এ ধরায় মুক্তির নেশাঘোরে
আজন্ম নিরীহ কতইনা প্রান হলো বলিদান
কে তারে রেখেছে স্বরনে,,শুধু অঞ্জলি শুধাইল মরনে
মৃত্যর মিছিলে বুক পেতে দিলো কতো শত তাজা প্রান।
আহা ….আহা…আহা হে মাতৃকুল
তোমার বক্ষে দিও ঠাই
ডেকনা ….. ডেকনা আমায়, ডেকনা সেঁথায়
আমি ঝলসে যাবো…….

এই জলসা ঘরের উন্মুক্ত কর্দমাক্ত সভ্যতায়
বর্বরোচিত বিবেকহীন লালসার মহাশ্মশানে
অমানিশার নিরর্থক অন্নব্যঞ্জন বর্নমালায়
আমি ঝলসে যাবো…….
আমাকে অন্ধকারে ডুবতে দাও
ঐ আলোর মিছিলে ডেকনা আমায়
আমি ঝলসে যাবো
চারোদিকে দাউ দাউ করে ঝলছে আলোর মিছিল
আমাকে ডেকোনা সেঁথায়
আমি ঝলসে যাবো………

– আমেনা ফাহিম