DoinikBarta_দৈনিকবার্তা_Lalmonirhat2

দৈনিকবার্তা-লালমনিরহাট, ১০ এপ্রিল: লালমনিরহাট ও নীলফামারী জেলার মধ্যে দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর পানি গত ৭ দিন ধরে ধীরে ধীরে বেড়ে চলছে। এতে ইরি-বোরো মৌসুমের শেষ পর্য়ায়ে এসে হলেও কিছুটা পানি পাচ্ছে তিস্তা সেচ প্রকল্পের আওতায় সুবিধা ভোগী কৃষকরা।

পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, প্রতি বছর এ সময় তিস্তা নদীতে পানি না থাকায় শুকে যায়। ফলে তিস্তা সেচ প্রকল্পের সুবিধা ভোগী কৃষকরা তাদের জমিতে সেচ নিয়ে অনেকটা বেকাদায় পড়ে। অনেকেই তিস্তার পানি জন্য বসে না থেকে শ্যালো দিয়ে জমিতে সেচ দেয়া ব্যবস্থা করেন। এ বার ইরি-বোরো মৌসুমের শুরুতেও পানি সংকট দেখা দিলেও গত ১৫ ধরে ধীরে ধীরে পানি সংকটের সমস্যা কেটে যাচ্ছে। ভারত থেকে এ সময় অন্য বছরের চেয়ে এ বছর অনেকটা বেশী পানি আসছে। গত ৭ দিন আগে পানি প্রবাহ দোয়ানী পয়েন্টে ছিল ৫২.০৪ সেঃ মিঃ। যা শুক্রবার বেড়ে দাঁড়িয়েছে ৫২.১৩ সেঃ মিঃ । এ ভাবে পানি আসলে ইরি-বোরো মৌসুমে সেচ নিয়ে নতুন কোন সমস্যা আর দেখা দিবে না বলে জানান তিস্তা সেচ প্রকল্পের সুবিধাভোগী কৃষকরা। পানি উন্নয়ন বোর্ড তিস্তা ব্যারাজ সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান তিস্তার পানি বেড়ে যাওয়া বিষয়টি নিশ্চিত করেছেন।