%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a7%9f

শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কারণ ব্যতিরেকে ১০ দিনের বেশি অনুপস্থিত ৫৩ জন শিক্ষার্থীর খসড়া তালিকা প্রকাশ করেছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. মাহবুবর রহমান শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রক্টর জানান, শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় সভাপতিদের থেকে প্রাপ্ত তথ্য মতে ৫৩ জন অনুপস্থিত শিক্ষার্থীর খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ অথবা সংশোধনী থাকলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ছাত্র উপদেষ্টা অথবা প্রক্টরকে অবহিত করতে বলা হয়েছে।তিনি আরও বলেন, ঈদুল আজহার ছুটি শেষে অফিস খোলার পর অভিযোগ যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে।

খসড়া তালিকায় উল্লেখিত অনুপস্থিত ৫৩ জন শিক্ষার্থীর মধ্যে রয়েছে ফোকলোর স্টাডিজ বিভাগের ৬ জন, ব্যবস্থাপনা বিভাগের ১১ জন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১৩ জন, মার্কেটিং বিভাগের ৫ জন এবং ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের ১৮ জন।উল্লেখ্য, অনুপস্থিত শিক্ষার্থীদের বিভাগীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট িি.িরঁ.ধপ.নফ থেকে জানা যাবে।