গাজীপুরে আগুনে পুড়েছে ঝুটের গোডাউন, গ্যারেজ ও এক বাড়ির ২২টি কক্ষ সহ বিভিন্ন মালামাল। এ ঘটনায় জমি কেনার জন্য ঋণ নেওয়া ওই বাড়ির মালিকের ২০ লাখ টাকাও পুড়ে গেছে। শুক্রবার মহানগরীর কাশিমপুর থানাধীন হাতিমারা এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিবিএল স্টেশনের কর্মকর্তা মিরাজুল ইসলাম ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোর রাতে বাড়ির পাশের একটি খড়ের গাঁদায় আগুন লাগে। মুহুর্তেই আগুন মুজিবুর রহমানের বাড়ির বিভিন্ন কক্ষ সহ পার্শ্ববর্তী জাকির হোসেনের ঝুটের গোডাউন ও এরশাদের অটোরিক্সার গ্যারেজে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক মজিবুর রহমান জানান, স্থানীয় একটি কারখানায় চাকুরি করার পাশাপাশি ঘরভাড়া দেন তিনি। প্রতিবেশির একখন্ড জমি কেনার জন্য ঋণ নেওয়া ১২ লাখ টাকাসহ মোট ২০ লাখ টাকা ঘটনার সময় ঘরে রাখা ছিল। আগুনে ওই টাকাসহ ২২টি কক্ষ সহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার ভোরত ৪ টার দিকে কে বা কারা খড়ের গাঁদায় আগুন ধরিয়ে দিলে এ ঘটনা ঘটে।