রাশিয়ার প্রধান বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে বিষ প্রয়োগের বিষয় নিয়ে তৈরি করা একটি প্রামাণ্যচিত্র অস্কার জিতেছে।

কারাগারে তাকে বিষ প্রয়োগের বিষয়টি নিয়ে এ প্রামাণ্যচিত্রটি অস্কারে সেরা ডকুমেন্টারি ফিচার হিসেবে পুরস্কার জিতে।

কানাডার পরিচালক ড্যানিয়েল রোহার এ প্রামাণ্যচিত্র নির্মাণ করেন। অস্কার মঞ্চে উপস্থিত ছিলেন অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনি।

তিনি বলেন, তার স্বামীকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অন্যায়ভাবে আটক করেছে। ইউক্রেনে পুতিন যুদ্ধাপরাধ করছে।